মঙ্গলবার ভারতে আসতে চলেছে Samsung Galaxy A7 (2018)। Flipkart থেকেই কেনা যাবে এই ফোন। মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)।
মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছিল Samsung Galaxy A7 (2018)। Galaxy A7 (2018) এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা।
মঙ্গলবার ভারতে আসতে চলেছে Samsung Galaxy A7 (2018)। Flipkart থেকেই কেনা যাবে এই ফোন। মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)।
কবে থেকে এই ফোন ভারতে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। জানা যায়নি ভারতে এই ফোনের দাম। একাধিক রিপোর্টে জানা গিয়েছে 350 ইউরো (প্রায় 30,000 টাকা) দামে ভারতে বিক্রি হবে Samsung Galaxy A7 (2018)।
ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।\
ছবি তোলার জন্য Samsung Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy A7 (2018) এ রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series