5G ভেরিয়েন্টে লঞ্চ হবে Galaxy A সিরিজের পরবর্তী স্মার্টফোন। Wifi সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy A90 ফোন সামনে এল। এই প্রথম Galaxy S আর Galaxy Note ছাড়া অন্য কোন Samsung ফোনে 5G সাপোর্ট থাকছে। ফ্ল্যাগশিপ সিরিজে লঞ্চ না হলেও এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। অন্য কোন মিডরেঞ্জ Exynos অথবা Snapdragon চিপসেটে 5G সাপোর্ট না থাকার কারনেই এই ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
আগে Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy A90 5G ফোন দেখা গিয়েছিল। সেখানে সিঙ্গেল কোর টেস্টে 3,458 আর মাল্টি কোর টেস্টে 10,852 স্কোর করেছে এই ফোন। Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy A90 5G ফোনে 6GB RAM দেখা গিয়েছে। এবার ওয়াই ফাই সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গেল এই ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac সাপোর্ট। আগে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A90 5G ফোনে থাকছে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung Galaxy A90 5G ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর একটি 5 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে 4,500 mAh ব্যাটারি আর 45W ফাস্ট চার্জিং।
কবে Samsung Galaxy A90 5G লঞ্চ হবে জানা যায়নি। তবে তুলনামুলক কম দামে এই ফোন লঞ্চ করে চিনা কোম্পানিগুলিকে টেক্কা দিতে চাইছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন