Photo Credit: Samsung
Samsung Galaxy F16 5G ব্লিং ব্ল্যাক, গ্ল্যাম গ্রিন এবং ভাইবিং ব্লু রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে
ভারতে Samsung Galaxy F16 5G-ফোনটি লঞ্চ হয়েছে, যেটি দেশের বাজারে 2024 সালের মার্চ মাসে উন্মোচিত Samsung Galaxy F15 5G-এর উত্তরসূরী। নতুন Galaxy F16 5G হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 চিপসেট এবং 25W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত। ক্যামেরার ক্ষেত্রে এটিতে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং একটি 13 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। ফোনটি ছয়টি OS আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট নিয়ে এসেছে।
ভারতে সমস্ত অফারের সাথে Samsung Galaxy F16 5G ফোনটির দাম 11,499 টাকা। ফিল্পকার্টের একটি বিজ্ঞাপন ব্যানারে নিশ্চিত করা হয়েছে যে, ফোনটি দেশের বাজারে 13ই মার্চ দুপুর 12 টা থেকে বিক্রি শুরু হবে। এই ই-কমার্স সাইটে হ্যান্ডসেটটি ব্লিং-ব্ল্যাক, গ্লাম-গ্রিন এবং ভাইবিং-ব্লু রঙের বিকল্পে পাওয়া যাবে।
আগের একটি লিকে দেখা গিয়েছে, দেশের বাজারে হ্যান্ডসেটটির 4জিবি, 6জিবি এবং 8জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 13,499 টাকা, 14,999 টাকা এবং 16,499 টাকা হতে পারে। সমস্ত বিকল্পগুলিতেই 128 জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হবে বলে টিপ করা হয়েছে।
Samsung Galaxy F16 5G-ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.7 ইঞ্চির full-HD+ (1080×2340 পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে আছে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত এবং 8জিবি পর্যন্ত RAM যুক্ত করা আছে। হ্যান্ডসেটটিতে 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে এবং এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1.5টিবি পর্যন্ত বহির্ভূত স্টোরেজ দ্বারা বাড়ানো যাবে। ফোনটি Android 15-ভিত্তিক One UI 7 দ্বারা চালিত এবং কোম্পানি কথা দিয়েছে যে, এটি ছয়টি OS আপগ্রেড ও ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনের অংশে একটি 50-মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি 5-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। ফোনটির সামনে একটি 13-মেগাপিক্সেলের সেন্সর আছে।
স্যামসাং তার Galaxy F16 5G হ্যান্ডসেটটিতে 25W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দিয়েছে। সংযোগের বিকল্পের ক্ষেত্রে এটিতে 5G, 4G, WiFi, ব্লুটুথ 5.3, GPS Galileo GLONASS Beidou QZSS এবং একটি USB Type-C-পোর্ট যুক্ত করা আছে। হ্যান্ডসেটটির পরিমাপ 164.4×77.9×7.9 মিমি এবং ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন