7 আগস্ট নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকাল 4 টেয় (ভারতীয় সময় 8 অগাস্ট রাত 1 টা 30 মিনিট) Samsung Galaxy Note 10 লঞ্চ ইভেন্ট শুরু হবে।
অগাস্ট মাসে লঞ্চ হবে Samsung Galaxy Note 10
Galaxy Note 10 ফোন লঞ্চের দিন ঘোষনা করল Samsung। 7 অগাস্ট নিউ ইয়র্ক শহরে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম অফিসে Galaxy Note 10 লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে Samsung। এই সাথেই নতুন ফোনের একটি টিজার প্রকাশিত হয়েছে। সেখানে একটি স্টাইলাস আর একটি ক্যামেরা দেখা গিয়েছে। Galaxy Note 10 এর সাথেই একই দিনে লঞ্চ হতে পারে Galaxy Note 10+ আর Galaxy Note 10 5G।
7 আগস্ট নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকাল 4 টেয় (ভারতীয় সময় 8 অগাস্ট রাত 1 টা 30 মিনিট) Samsung Galaxy Note 10 লঞ্চ ইভেন্ট শুরু হবে।
ইতিমধ্যেই নতুন ডিজাইনের S Pen সহ একটয়ি টিজার ভিডিও প্রকাশ করেছে Samsung। এই ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে। তবে ডিসপ্লের মাঝে থাকছে সেলফি ক্যামেরা।
এই প্রথম একাধিক ডিসপ্লে সাইজে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Note সিরিজ। এই বছর দুটি ডিসপ্লে সাইজে লঞ্চ হবে Samsung Galaxy Note 10 সিরিজের ফোনগুলি। একটি ফোনের নাম হবে Galaxy Note 10। অন্য ফোনটি Galaxy Note 10+ নামে লঞ্চ হতে পারে। পরের ফোনে থাকবে তুলনামুলক বড় ডিসপ্লে।
![]()
Galaxy Note 10 এর সাথেই Galaxy Note 10+ লঞ্চ করতে পারে Samsung
ছবি: YouTube/ TechTalkTV
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনে থাকছে আগের থেকে বড় ব্যাটারি। বিশাল ব্যাটারির সাথেই Galaxy Note 10 ফোনে থাকবে 45W বা তার বেশি ক্ষমতার ফাস্ট চার্জ সাপোর্ট। এর ফলে জলদি এই ফোনের বিশাল ব্যাটারি চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus 15T Specifications Leaked; Tipped to Launch With Notable Battery Upgrade
Star Wars Outlaws and Resident Evil Village Are Coming to Xbox Game Pass in January