ফ্লিপকার্টে Galaxy Note 9 এর দাম প্রকাশ না পেলেও একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে আগামী 24 আগস্ট থেকে প্রায় 80,000 দামে Galaxy Note 9 বিক্রি শুরু হবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েনন্টে এই ফোন পাওয়া যাবে।
‘গ্যালাক্সি আনপ্যাকড’ নামে পৃথক একটি বিভাগ চালু করেছে Flipkart
আগামী 9 আগস্ট লঞ্চ হবে Samsung Galaxy Note 9। আর লঞ্চের আগেই জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট Flipkart এ দেখা গেল এই ফোন। অনলাইন মার্কেটপ্লেসে Galaxy Note 9 এর একটি পোস্ট করা হয়েছে। এর ফলেই গ্লোবাল লঞ্চের কিছুদিনের মধ্যেই ভারতে Samsung Galaxy Note 9 চলে আসবে বলে মনে করা হচ্ছে। অনলাইনে শুধুমাত্র Flipkart থেকেই Galaxy Note 9 বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট।
‘গ্যালাক্সি আনপ্যাকড’ নামে পৃথক একটি বিভাগ চালু করেছে Flipkart। যদিও কবে থেকে এই ফোন কিনতে পাওয়া যাবে বা Galaxy Note 9 এর দাম সম্পর্কে কোন তথ্য এই পোস্টে জানানো হয়নি। সম্প্রতি Samsung-এর পোস্ট করা ভিডিওগুলি এই বিভাগে পোস্ট করা হয়েছে। এই পোস্ট থেকে জানা গিয়েছে Galaxy Note 9 এ থাকবে দ্রুত অভিজ্ঞতা, দীর্ঘ ব্যাটারি লাইফ, আর বড় স্টোরেজ। এই বিভাগে নিজের নাম ও ইমেল অ্যাড্রেস দিলে Galaxy Note 9 লঞ্চ হলে ইমেলে সেই খবর দিয়ে দেবে Flipkart।
![]()
ফ্লিপকার্টে Galaxy Note 9 এর দাম প্রকাশ না পেলেও একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে আগামী 24 আগস্ট থেকে প্রায় 80,000 দামে Galaxy Note 9 বিক্রি শুরু হবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েনন্টে এই ফোন পাওয়া যাবে। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে 9 আগস্ট থেকে Galaxy Note 9 এর প্রি-অর্ডার শুরু হবে। প্রসঙ্গত 9 আগস্ট নিউ ইয়র্কে এই ইভেন্টে Galaxy Note 9 ফোন লঞ্চ করবে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online