‘গ্যালাক্সি আনপ্যাকড’ নামে পৃথক একটি বিভাগ চালু করেছে Flipkart
আগামী 9 আগস্ট লঞ্চ হবে Samsung Galaxy Note 9। আর লঞ্চের আগেই জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট Flipkart এ দেখা গেল এই ফোন। অনলাইন মার্কেটপ্লেসে Galaxy Note 9 এর একটি পোস্ট করা হয়েছে। এর ফলেই গ্লোবাল লঞ্চের কিছুদিনের মধ্যেই ভারতে Samsung Galaxy Note 9 চলে আসবে বলে মনে করা হচ্ছে। অনলাইনে শুধুমাত্র Flipkart থেকেই Galaxy Note 9 বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট।
‘গ্যালাক্সি আনপ্যাকড’ নামে পৃথক একটি বিভাগ চালু করেছে Flipkart। যদিও কবে থেকে এই ফোন কিনতে পাওয়া যাবে বা Galaxy Note 9 এর দাম সম্পর্কে কোন তথ্য এই পোস্টে জানানো হয়নি। সম্প্রতি Samsung-এর পোস্ট করা ভিডিওগুলি এই বিভাগে পোস্ট করা হয়েছে। এই পোস্ট থেকে জানা গিয়েছে Galaxy Note 9 এ থাকবে দ্রুত অভিজ্ঞতা, দীর্ঘ ব্যাটারি লাইফ, আর বড় স্টোরেজ। এই বিভাগে নিজের নাম ও ইমেল অ্যাড্রেস দিলে Galaxy Note 9 লঞ্চ হলে ইমেলে সেই খবর দিয়ে দেবে Flipkart।
ফ্লিপকার্টে Galaxy Note 9 এর দাম প্রকাশ না পেলেও একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে আগামী 24 আগস্ট থেকে প্রায় 80,000 দামে Galaxy Note 9 বিক্রি শুরু হবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েনন্টে এই ফোন পাওয়া যাবে। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে 9 আগস্ট থেকে Galaxy Note 9 এর প্রি-অর্ডার শুরু হবে। প্রসঙ্গত 9 আগস্ট নিউ ইয়র্কে এই ইভেন্টে Galaxy Note 9 ফোন লঞ্চ করবে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন