Samsung Galaxy S10 ফোনে প্রাইমারি বায়োমেট্রিক অথেন্টিকেশান হিসাবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
আগামী বছর মে মাসে লঞ্চ হবে পরবর্তী Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S10। তবে এই ফোন থেকে বাদ যেতে চলেছে আইরিস স্ক্যানার ফিচার। Galaxy Note 7 ফোনে প্রথম এই বায়োমেট্রিক অথেন্টিকেশান টেকনোলজি লঞ্চ করেছিল Samsung। পরে Galaxy S8, Galaxy S9, Galaxy Note 8 আর Galaxy Note 9 ফোনে এই ফিচার ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এবার Galaxy S10 ফোন থেকে এই আইরিস স্ক্যানার বাদ দিতে চলেছে Samsung।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে Samsung Galaxy S10 ফোনে প্রাইমারি বায়োমেট্রিক অথেন্টিকেশান হিসাবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 2016 সালে Galaxy Note 7 ফোনে প্রথম আইরিস স্ক্যানার ব্যবহার করেছিল Samsung। এর পর থেকে কোম্পানির সব ফ্ল্যাগশিপ ফোনে এই ফিচার দেখা গিয়েছে।
আগে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে তিনটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে আগামী বছরের Samsung ফ্ল্যাগশিপ। এর মধ্যে একটি ভেরিয়েন্টে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও Galaxy S10 ফোনে থাকতে পারে 5G কানেক্টিভিটি। 5.8 ইঞ্চি আর 6.44 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই ফোন। নতুন Galaxy S10 ফোনে স্ক্রিন টু বডি রেশিও 93.4 শতাংশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন