2024 সালে 1,34,999 টাকায় লঞ্চ হওয়া Samsung Galaxy S24 Ulta পাওয়া যাচ্ছে 70,000 টাকারও কম দামে।
Samsung Galaxy S24 Ultra ফোনের দাম Flipkart Big Billion Days সেলে আরও কমতে পারে
Flipkart-এর Big Billion Days এবং Amazon Great Indian Festival শুরু হতে আর সপ্তাহ দুই বাকি। বছরের সবথেকে বড় শপিং ইভেন্ট এদেরকেই বলা হয়। এমন কোনও জিনিস নেই যা ফেস্টিভ সিজন সেলে এই দুই প্ল্যাটফর্মের ছাড়ে পাওয়া যায় না। ফলে এখন থেকেই পছন্দের পোশাক থেকে শুরু করে শখের স্মার্টফোন উইশলিস্টে যোগ করছে আমজনতা। অফিসিয়াল সেল শুরু হওয়ার আগেই, এখন একটি চোখ ধাঁধানো অফার প্রকাশ হয়েছে। গত বছর 1,34,999 টাকায় লঞ্চ হওয়া Samsung Galaxy S24 Ulta পাওয়া যাচ্ছে 70,000 টাকারও কম দামে। এমন জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে যা সত্যিই অবিশ্বাস্য একটি ডিল।
Samsung Galaxy S24 Ultra (12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট) ফ্লিপকার্টে 79,950 টাকায় লিস্টেড আছে। ICICI অথবা Axis Bank ক্রেডিট কার্ড EMI এর মাধ্যমে কিনলে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে দাম কমে 69,950 টাকা হয়ে যাবে। ই-কমার্স প্ল্যাটফর্মটির প্রটেক্ট প্রমিস ফি, হ্যান্ডলিং খরচ, এবং ব্যাঙ্ক EMI-এর সুদের মতো ছোট চার্জ যোগ করার পর চূড়ান্ত বিল প্রায় 70,270 টাকা দাঁড়াচ্ছে। অর্থাৎ লঞ্চের সময় যা দাম ছিল, তার থেকে প্রায় অর্ধেক।
সেপ্টেম্বর 23 থেকে Flipkart Big Billion Days সেল শুরু হলে Samsung Galaxy S24 Ultra-এর দাম আরও কমতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। অনেকে মনে করছেন, বিভিন্ন ব্যাংকের অফার, অতিরিক্ত কুপন, ও ক্যাশব্যাক মিলিয়ে স্মার্টফোনটির দাম প্রায় 60,000 টাকার কাছাকাছি নামতে পারে। সে ক্ষেত্রে পুজো সেলে এটাই হবে সেরা স্মার্টফোন ডিল।
Samsung Galaxy S24 Ultra ফোনের সামনে কর্নিং গরিলা আর্মর প্রোটেকশন সহ 6.8-ইঞ্চি QHD+ LTPO ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং 2,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এতে IP68 জলরোধী রেটিং আছে, এর ফলে 1.5 মিটার পর্যন্ত জলের গভীরতায় 30 মিনিট ধরে সুরক্ষিত থাকতে পারে। ফোনটি Android 14-এর সঙ্গে লঞ্চ হলেও সাতটি মেজর Android আপগ্রেড পাবে বলে জানানো হয়েছে।
ফোনটির অন্যতম আকর্ষণ হল কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেম। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ও 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More