Samsung Galaxy S25 FE জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং পেয়েছে
Samsung Galaxy S25 FE সোমবার অপেক্ষার ইতি ঘটিয়ে ভারতে লঞ্চ হল। সেপ্টেম্বরের শুরুতে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করার পর, এবার দেশের বাজারে আগমন ঘটল এই ফ্ল্যাগশিপ ফোনের। পূর্বসূরী Galaxy S24 FE-এর তুলনায় নতুন মডেলটির ব্যাটারি, চার্জিং স্পিড, ক্যামেরা সেটআপ, কুলিং সিস্টেম, ও AI বিভাগে বড় আপগ্রেড এসেছে। ফোনটি সাতটি মেজর Android OS আপগ্রেড ও 7 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। Samsung Galaxy S25 FE-এর ক্যামেরায় 8K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে জেমিনাই লাইভ, নাও বার, ও নাও ব্রিফ, ও সার্কেল টু সার্চের মতো AI টুলস উপলব্ধ।
Samsung Galaxy S25 FE এর 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, 8 জিবি র্যাম+ 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 65,999 টাকা ও 77,999 টাকা। স্মার্টফোনটি আইসিব্লু, জেটব্ল্যাক, নেভি ও সাদা রঙে পাওয়া যাবে। ডিভাইসটি আগামী সেপ্টেম্বর 29 থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। উল্লেখ্য, এটি গত সপ্তাহ লঞ্চ হওয়া iPhone 17-এর থেকে 22,900 টাকা সস্তা।
স্যামসাং জানিয়েছে, যারা 256 জিবি স্টোরেজ ভার্সন কিনবেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে 512 জিবি ভেরিয়েন্টে আপগ্রেড পাবেন। অর্থাৎ ক্রেতারা 256 জিবির দামেই 512 জিবি মডেল পাবেন। পাশাপাশি থাকছে 5,000 টাকার ক্যাশব্যাক সুবিধা এবং সর্বোচ্চ 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন। হ্যান্ডসেটটি ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, নির্বাচিত রিটেইল আউটলেট, ও কিছু নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে বিক্রি হবে।
Samsung Galaxy S25 FE-এর সামনে 6.7 ইঞ্চি FHD+ (2340x1080 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন, ভিশন বুস্টার, এবং 1,900 নিট ব্রাইটনেস সমর্থন করে। স্মার্টফোনটিতে Xclipse জিপিইউ সহ 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Exynos 2400 প্রসেসর দেওয়া হয়েছে। দশটি কোরযুক্ত এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 3.1 গিগাহার্টজ।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম, f/2.4 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন পরিচালিত 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Samsung Galaxy S25 FE অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি সাত বছরের জন্য OS আপগ্রেড এবং সাত বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। এতে 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি আছে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 10 শতাংশ বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 জলরোধী রেটিং, উন্নত আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম, AI নির্ভর এডিটিং টুলস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.