Samsung Galaxy S25 জানুয়ারিতে Galaxy S25 ও Galaxy S25 Ultra-র সঙ্গে লঞ্চ হয়েছিল
Photo Credit: Samsung
Android ফোন নির্মাতাদের মধ্যে সময়মতো সফটওয়্যার আপডেট সরবরাহের ক্ষেত্রে Samsung-এর সুনাম আছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই সপ্তাহের শুরুতে বিশ্বব্যাপী One UI 8 রোলআউটের ঘোষণা করেছিল। এটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফ্ল্যাগশিপ Galaxy S25 সিরিজ কোম্পানির প্রথম গ্লোবাল স্মার্টফোন যা নতুন সিস্টেম আপডেট পেয়েছে। এবার ভারতেও Samsung Galaxy S25 সিরিজ ব্যবহারকারীরা Android 16-ভিত্তিক One UI 8 পেতে শুরু করেছে বলে জানা গিয়েছে। আপডেটে সেপ্টেম্বর মাসের সিকিউরিটি প্যাচও অন্তর্ভুক্ত আছে। প্রায় 4 জিবির এই আপডেটে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বৈশিষ্ট্য রয়েছে। কল ক্যাপশন এবং নাও ব্রিফ ফিচারে উন্নতি আনা হয়েছে।
Reddit এবং X (সাবেক টুইটার)-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা পোস্ট করে জানাচ্ছেন, Samsung ভারতে Galaxy S25 সিরিজের ফোনগুলির জন্য One UI 8 আপডেট দেওয়া শুরু করেছে। One UI 8 আপডেটটি S938BXXU5BY13, S938BOXM5BY13 এবং S938BXXU5BY13 ফার্মওয়্যার সংস্করণের সাথে আসছে বলে জানা গিয়েছে।
One UI 8 বর্তমানে বিটা চ্যানেলের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে ও শীঘ্রই দেশের সকল গ্রাহকদের কাছে পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে। এটি নতুন অ্যান্ড্রয়েড 16 আপডেটের উপর ভিত্তি করে তৈরি এবং সেপ্টেম্বর মাসের (2025) সিকিউরিটি প্যাচের সাথে এসেছে। স্ক্রিনশট অনুযায়ী, সিস্টেম আপগ্রেড করতে 4 জিবির উপর ডেটা খরচ হবে।
Samsung Galaxy S25, Galaxy S25+, ও Galaxy S25 Ultra-এর যোগ্য ইউনিটগুলি স্বয়ংক্রিয়ভাবে One UI 8 আপডেট পাবে। কিন্তু যাদের আসেনি, তারা সেটিংসে গিয়ে সফ্টওয়্যার আপডেট > ডাউনলোড এবং ইনস্টল অপশনে গিয়ে আপডেট ম্যানুয়ালি চেক করে নিতে পারেন। মনে রাখবেন, আপডেট ডাউনলোড ও ইনস্টল করার আগে ডিভাইসে যেন পুরো চার্জ থাকে ও Wi-FI নেটওয়ার্ক যেন স্থিতিশীল থাকে। উল্লেখ্য, Galaxy S24 সিরিজ, Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6, Galaxy S24 FE মডেলে এই বছরের শেষে আপডেট দেওয়া হবে।
Android 16 ভার্সনের ফিচারগুলিই One UI 8 কাস্টম সফটওয়্যারে পাওয়া যাবে। নতুন আপডেটে Galaxy AI বৈশিষ্ট্যগুলি আরও উন্নত করা হয়েছে। এর মধ্যে কল ক্যাপশন ফিচার আছে, যা ফোনে কথা বলার সময় কণ্ঠস্বরকে সাথে সাথে লিখিত আকারে উপস্থাপন করবে। পোট্রেট স্টুডিও আরও উন্নত করা হয়েছে। নাউ ব্রিফে পার্সোনোলাইডজ আপডেট, ট্রাফিকের তথ্য, গুরুত্বপূর্ণ রিমাইন্ডার, ও স্যামসাং রিমাইন্ডার দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.