Galaxy S26 Pro মডেলটি M1 কোডনামের সাথে যুক্ত এবং মডেল নম্বর SM-S942।
Samsung Galaxy S25 ফোনে 4,000mAh ব্যাটারি আছে
Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ হতে এখনও মাস ছয়েক বাকি, কিন্তু এখন থেকেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপটির সম্পর্কে নানা তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ছে। কোম্পানি এখনো নিশ্চিত করে কিছু না বললেও, আগামী বছর স্ট্যান্ডার্ড ও Plus ভেরিয়েন্টের পরিবর্তে Galaxy S26 Pro ও Galaxy S26 Edge বাজারে আসতে পারে বলে শোনা যাচ্ছে। এখন একটি প্রতিবেদন থেকে ফোনগুলির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গিয়েছে। আসন্ন Samsung Galaxy S26 Pro এবং Galaxy S26 Edge উভয়ই বর্তমান Galaxy S25 ও S25 Edge-এর তুলনায় সামান্য বড় ব্যাটারির সঙ্গে আসবে বলে দাবি করা হয়েছে।
GalaxyClub-এর একটি রিপোর্ট অনুসারে, Samsung Galaxy S26 Pro এর ব্যাটারি ক্ষমতা 4,175mAh হবে। তবে কোম্পানি একে 4,300mAh হিসেবে প্রচার করবে বলে অনুমান করা হচ্ছে। তথ্যটি যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে এটি Galaxy S25 মডেলে উপলব্ধ 4,000mAh ক্যাপাসিটির ব্যাটারির তুলনায় হালকা আপগ্রেড হবে। উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া ক্ল্যামশের স্টাইলের Galaxy Z Flip 7 ফোল্ডেবল ডিভাইসেও 4,300mAh ব্যাটারি দেখা গিয়েছে।
অন্যদিকে, আলট্রা স্লিম ডিজাইনের Samsung Galaxy S26 Edge এর ব্যাটারি ক্ষমতা 4,078mAh হতে পারে, যা 4,200mAh হিসেবে মার্কেটিং করার জোরালো সম্ভাবনা রয়েছে। বলে রাখি, Galaxy S25 Edge মাত্র 3,900mAh ক্যাপাসিটির ব্যাটারির সঙ্গে এসেছে। এর ফলে ফোনটি সমালোচনার সম্মুখীন হয়েছিল। পাতলা ডিজাইন ছোট ব্যাটারি থাকার বড় কারণ হতে পারে। কিন্তু এখন চাইনিজ কোম্পানিগুলির বেশিরভাগ প্রিমিয়াম মডেলে 6,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র থেকে জানা গিয়েছে, Galaxy S26 Pro মডেলটি M1 কোডনামের সাথে যুক্ত এবং মডেল নম্বর SM-S942। অন্যদিকে, Galaxy S26 Edge এর কোডনেম M2 এবং মডেল নম্বর SM-S947। বিগত ক'বছর ধরে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি তাদের ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজে সাধারণত তিনটি মডেল বাজারে আনছে — বেস ভেরিয়েন্ট, প্লাস ভার্সন এবং টপ-এন্ড আল্ট্রা সংস্করণ। কিন্তু 2026 সালে Galaxy S26 সিরিজের ক্ষেত্রে সেই স্ট্রাটেজি বদলে যেতে পারে।
Samsung তাদের স্ট্যান্ডার্ড Galaxy S26 এবং Galaxy S26+ মডেল দু'টির পরিবর্তে Galaxy S26 Pro ও Galaxy S26 Edge ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। এগুলি Galaxy S26 Ultra-এর সঙ্গে সামনের বছরের জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করবে। Galaxy S26 Ultra পূবর্সূরী মডেলটির মতো 5,000mAh ব্যাটারি পাবে, তবে 60 ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S26 সিরিজের সমস্ত মডেল 16 জিবি পর্যন্ত RAM অপশনে আসবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Galaxy S26 Edge ফোনটি S25 Edge এর থেকেও পাতলা হবে। এতে 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন