Samsung Galaxy S26 Series May Launch in a New Orange Colour Like iPhone 17 Pro
Photo Credit: OnLeaks X Android Headline
Apple গত সেপ্টেম্বরে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max কসমিক অরেঞ্জ কালারে বাজারে এনেছিল। আইফোনের হাই-এন্ড মডেলে কমলা রঙের উপস্থিতি দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কারণ মার্কিন টেক জায়ান্টটি পূর্বে আইফোনের কোনও মডেলেই এমন কমলা রঙ ব্যবহার করেনি। এবার Samsung তাদের প্রিমিয়াম ফোনের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে। Galaxy S26+ এর CAD-রেন্ডার করা ডিজাইন ফাঁস হয়েছে, যেখানে ফোনটিকে iPhone 17 Pro সিরিজের মতো কমলা রঙে দেখা গেছে। অর্থাৎ, Apple-এর স্টাইলে সামনের বছর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। চলুন দেখে নিই ফোনটির ডিজাইন কেমন হতে চলেছে।
টেক ব্লগার অনলিকস ও প্রযুক্তিগত খবরের ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস যৌথ ভাবে Samsung Galaxy S26+ এর ছবি ফাঁস করেছে। ছবিতে ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেল ডিজাইন দেখা গেছে। আসন্ন হ্যান্ডসেটটির পিছনের অংশের ডিজাইন অনেকটা ব্র্যান্ডটির লেটেস্ট ফোল্ডেবল মডেল, Galaxy Z Fold 7-এর মতো। দুই ফোনেই দ্বিস্তরীয় ক্যামেরা আইল্যান্ড স্টাইল রয়েছে।
রেন্ডার করা ছবিগুলির উপর ভিত্তি করে বলা হচ্ছে যে, Samsung Galaxy S26+ একটি 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে বাজারে আসতে পারে। এটি আকার-আকৃতির দিক থেকে প্রায় 158.4 x 75.7 x 7.35 মিলিমিটার হওয়ার সম্ভাবনা। আর কমলা রঙের প্রসঙ্গে বলতে গেলে, স্যামসাং নিজে এখনও এই বিষয়ে কিছু জানায়নি। ডিজাইন ইমেজেও ডিভাইসটির কল্পিত রূপ প্রকাশ পেয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস26+ স্মার্টফোনে কোয়াড এইচডি+ ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি দেশভেদে Snapdragon 8 Elite Gen 5 অথবা Exynos 2600 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি সর্বাধিক 12 জিবি র্যামের সঙ্গে যুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে — 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সহ 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য 4,900mAh ব্যাটারি মিলতে পারে।
প্রসঙ্গত, Samsung Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra ফেব্রুয়ারি 25 আনুষ্ঠানিক ভাবে রিলিজ হবে বলে খবর সামনে এসেছে। লঞ্চ ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে হতে পারে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, স্ট্যান্ডার্ড Galaxy S26 মডেলের পরিবর্তে Galaxy S26 Pro ও Galaxy S26+ ভেরিয়েন্টের জায়গায় Galaxy S26 Edge লঞ্চ হতে পারে। কিন্তু Galaxy S25 Edge-এর বিক্রি কম হওয়ার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.