2018 সালের শুরুতেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস গ্যালাক্সি s9 এবং গ্যালাক্সি s9 +-এর মুক্তি পাওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল. তবে সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে তারা একটি সম্পূর্ণ নতুন 'গ্যালাক্সি S9 অ্যাকটিভ' নামক হ্যান্ডসেটের উদ্বোধনও করতে চলেছে খুব তাড়াতাড়ি। ফাঁস হয়েছে তারই কিছু তথ্য.
রিপোর্ট অনুযায়ী এই নতুন মডেলটি আরো অনেক বেশি উন্নতমানের. অক্টা-কোর কোয়ালকম স্নাপড্রাগন 845 SoC ছাড়াও এতে থাকছে 4 জি বি RAM এবং 64 জি বি স্টোরেজ. থাকছে 5.8 ইঞ্চির ডিসপ্লে, 12 মেগাপিক্সেল রিয়ার এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা. সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই ফোনে থাকছে 4000mAh ব্যাটারি. দাম গ্যালাক্সি S9 এর কাছাকাছি হলেও স্থায়িত্বের দিক থেকে এটি সবাইকে পিছনে ফেলে দেবে বলে রিপোর্টে জানা গেছে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.