নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হল Samsung Galaxy S9 আর Galaxy S9+। এই বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের দুটি স্মার্টফোন। শুরুতে কোরাল ব্লু, লিল্যাক পারপেল আর মিডনাইট ব্ল্যাক আর সানরাইজ গোল্ড কালার ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যেত। এবার আইস ব্লু রঙে বাজারে এল Galaxy S9 আর Galaxy S9+।
চিনে আইস ব্লু রঙে Galaxy S9 ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। শুধুমাত্র 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। 5,499 ইউয়ানে (প্রায় 57,000 টাকা) দামে চিনে পাওয়া যাবে আইস ব্লু Galaxy S9। অন্যদিকে Galaxy S9+ কিনতে খরচ হবে 6,499 ইউয়ান (প্রায় 67,400 টাকা)। সাথে বিনামূল্যে একটি ওয়্যারলেস চার্জার দেবে Samsung। আইস ব্লু রঙের Galaxy S9 বিক্রি শুরু হবে 20 নভেম্বর। আর Galaxy S9+ বিক্রি শুরু হবে 26 নভেম্বর। ভারতে কবে নতুন রঙে Galaxy S9 আর Galaxy S9+ লঞ্চ হবে তা জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Galaxy S9 ফোনে রয়েছে একটি 5.8 ইঞ্চি আর Galaxy S9+ এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এর সাথেই রয়েছে নিজস্ব Exynos 9810 প্রসেসার, সাথে রয়েছে 4GB/6GB RAM, 128GB স্টোরেজ। এছাড়াও Galaxy S9 ফোনে রয়েছে একটি 3,000 mAh আর Galaxy S9+ ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। ফোনের অপারেটিং সিস্টেম লেটেস্ট Amdroid Oreo। এর সাথেই এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আইরিস স্ক্যানারের মতো ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন