মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে Galaxy A20 আর Galaxy A50 লঞ্চ করেছে Samsung। একই সাথে সেই দেশে লঞ্চ হয়েছে Samsung Galaxy A10e। Galaxy A10 ফোনের থেকে তুলনামুলক কম স্পেসিফিকেশনে এই ফোন লঞ্চ হয়েছে। Galaxy A10e ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে Samsung Galaxy A10e এর দাম 179.99 মার্কিন ডলার (প্রায় 12,500 টাকা)। 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
ফেব্রুয়ারি মাসে ভারতে Galaxy A10 লঞ্চের সময় দাম ছিল 8,490 টাকা। এখন ভারতে Galaxy A10 কিনতে 7,990 টাকা খরচ হবে।
Galaxy A10e ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশোন প্রকাশ করেনি Samsung। তবে মিডিয়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে Samsung Galaxy A10e ফোনে রয়েছে 5.83 ইঞ্চি Infinity V ডিসপ্লে,8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 3,000 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে 32GB স্টোরেজ।
Samsung Galaxy A10 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Galaxy A10 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন