Photo Credit: AndroidPure
বাজেট সেগমেন্টে বাজারে আসছে Samsung Galaxy M01 ও Samsung Galaxy M11। জুনের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হল। মার্চে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M11। ফলে ইতিমধ্যেই সেই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এবার Samsung Galaxy M01-এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এল।
Samsung Galaxy M01-এর দাম শুরু হতে পারে 8,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 3GB RAM + 32GB স্টোরেজ থাকবে। অন্যদিকে Samsung Galaxy M11-এর দাম শুরু হতে পারে 10,999 টাকা থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টেও 3GB RAM + 32GB স্টোরেজ থাকবে।
Samsung Galaxy M01-তে থাকবে 5.71 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে দুটি ও পিছনে একটি ক্যামেরা থাকবে। 4,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকবে 5W চার্জিং।
ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন