2019 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M20 আর Galaxy M10। লঞ্চের সময় এই দুই ফোনে ছিল Android Oreo অপারেটিং সিস্টেম। Galaxy M সিরিজের এই দুই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম পাঠাতে শুরু করল Samsung। কয়েক দিন আগে Samsung জানিয়েছিল 3 জুন আই দুই ফোনে Android Pie আপডেট পৌঁছাবে। নির্দিষ্ট সময়ের আগেই দুই বাজেট স্মার্টফোনে Android আপডেট পাঠিয়ে দিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Android Pie আপডেটের সাথেই Samsung Galaxy M10 আর Galaxy M20 ফোনে পৌঁছেছে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। Galaxy M10 ফোনে এই আপডেটের সাইজ 926MB। অন্যদিকে Galaxy M20 ফোনে এই আপডেটের সাইজ 1883 MB।
এই আপডেটের ফলে Android Oreo থেকে Android Pie আপডেটের সাথেই কোম্পানির পুরনো স্কিন Samsung Experience v9.5 থেকে লেটেস্ট OneUI স্কিন পেল এই দুই ফোন। নতুন ইউজার ইন্টারফেসে এক হাতে ফোন ব্যবহার সহজ হবে। এছাড়াও থাকছে একগুচ্ছ নতুন কন্ট্রোল ফিচার।
এই আপডেটে LinkedIn আর Mobile Office অ্যাপ দুটি ইনস্টল হবে। ফোনের ওয়ালপেপারের উপরে নির্ভর করে বদল হবে OneUI এর থিম। থাকছে নতুন ফ্লোটিং কি-বোর্ড। এছাড়াও ক্যামেরা অ্যাপ এও একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে। গ্যালারি অ্যাপ এ যোগ হয়েছে নতুন এডিটিং টুল।
এখনও নিজের Samsung Galaxy M10 অথবা Galaxy M20 ফোনে এই আপডেট না পেয়ে থাকলে ফোনের Settings > Software Update বিভাগে গিয়ে এই আপডেট ইনটল করতে পারবেন। আপডেট ডাউনলোড করার পরে ইনস্টল করার সময় ফোনে অন্তত 20 শতাংশ ব্যাটারি থাকা বাধ্যতামুলক।
শিঘ্রই Galaxy M40 লঞ্চের পরিকল্পনা করছে Samsung। এই ফোনে থাকতে পারে Snapdragon 675 চিপসেট, 6GB RAM, 128GB স্টোরেজ, 5,000 mAh ব্যাটারি। 20,000 টাকার আশেপাশে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন