জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M20। একই সাথে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M10। ফেব্রুয়ারি মাসে বিক্রি শুরু হয়েছিল এই দুটি স্মার্টফোন। এবার সফটওয়্যার আপডেট পেতে শুরু করল Samsung Galaxy M20। নতুন ভার্সানেও থাকছে আগের মতোই Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।
নতুন আপডেটের সফটওয়্যার ভার্সান M205FDDU1ASB4। Samsung Galaxy M20 ফোনের এই সফটওয়্যার আপডেটের সাইজ 368MB। এই আপডেটে Samsung Galaxy M20 ফোনে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। এই প্রথম কোনও Samsung ফোনে মার্চ মাসের সিকিউরিটি প্যাচ যোগ হল।
এছাড়াও লেটেস্ট আপডেটে Galaxy M20 ফোনে Amazon অ্যাপ যোগ করেছে Samsung। এছাড়াও ক্যামেরা অ্যাপে উন্নতি হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
নিজের ফোনের Settings-> Software Update এ গিয়ে এই আপডেট ডাউনলোড করা যাবে। সফটওয়্যার আপডেটের সময় ফোনে অন্তত 50 শতাংশ চার্জ তথাকা প্রয়োজনীয়।
Samsung Galaxy M20 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy M20 তে থাকছে একটি 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 2GB / 3GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Galaxy M20 ফোনের পিছনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M20 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন