11 জুন ভারতে আসছে Samsung Galaxy M40। ইরিমধ্যেই Amazon ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে। এই বছরের শুরুতে Galaxy M10 আর Galaxy M20 এর হাত ধরে ভারতে Galaxy M সিরিজের সুচনা হয়েছিল। পরে এই সিরিজে লঞ্চ হয়েছিল Galaxy M30। Galaxy M40 এই সিরিজের চতুর্থ স্মার্টফোন হতে চলেছে। Samsung Galaxy M40 ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 600 সিরিজ চিপসেট।
11 জুন সন্ধ্যা 6 টায় Galaxy M40 লঞ্চ ইভেন্ট শুরু হবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে পারে Snapdragon 675 চিপসেট। Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই প্রথম Galaxy M সিরিজ স্মার্টফোনে Snapdragon চিপসেট ব্যবহার করবে Xiaomi। এর আগে এই সিরিজের তিনটি স্মার্টফোনের Exynos চিপসেট ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Samsung Galaxy M40 ফোনে থাকছে Super AMOLED ডিসপ্লে। সাথে থাকছে 128GB স্টোরেজ। ভারতে 25,000 টাকার আশেপাশে লঞ্চ হবে এই ফোন। বাজারে Nokia 8.1, Oppo F11 Pro, Vivo V11 Pro আর Poco F1 এর সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে Samsung Galaxy M40।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন