6GB RAM এর সাথেই Galaxy M40 ফোনে থাকবে 128GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে 20 লক্ষের বেশি Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে Samsung।
Samsung Galaxy M40 ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে
মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40। লঞ্চের আগেই এই ফোনের একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সামনে এল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে বলিউড অভিনেত্রী দিশা পাটানি জানিয়েছেন Galaxy M40 তে থাকছে 6GB RAM। সম্প্রতি Galaxy M সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েচ্ছিলেন পাটানি। ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন Galaxy M40 ফোনে থাকবে Snapdragon 675 চিপসেট।
Instagram এ Galaxy M40 ফোনের এই টিজার ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। সেই ভিডিওতে 26 বছরের অভিনেত্রী জানিয়েছেন Galaxy M40 ফোনে থাকছে 6GB RAM আর Snapdragon 675 চিপসেট।
ইতিমধ্যেই ভারতে Samsung এর বাণিজ্যিক প্রধান অসিম ওয়ারসি জানিয়েছিলেন Galaxy M40 ফোনে থাকতে চলেছে Snapdragon 675 চিপসেট। 20,000 টাকার কাছাকাছি দামে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Galaxy M সিরিজের অন্য ফোনগুলি লঞ্চের সময় Android Oreo অপারেটিং সিস্টেম চললেও Galaxy M40 ফোন লঞ্চের সময় এই ফোনে থাকবে Android Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ফোনে থাকছে “স্ক্রিন সাউন্ড” প্রযুক্তি। ফোনে কথা বলার সময় ডিসপ্লে ভাইব্রেট করে এই ফোনে কথা শোনা যাবে।
6GB RAM এর সাথেই Galaxy M40 ফোনে থাকবে 128GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে 20 লক্ষের বেশি Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে Samsung। জানুয়ারি মাসে ভারতে এসেছিল Galaxy M10 আর Galaxy M20। পরে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy M30।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Webb Space Telescope Could Illuminate Dark Matter in an Unexpected Way
Interstellar Comet 3I/ATLAS to Make Closest Approach to Earth on December 19