Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা

Samsung-এর ব্যাটারি ও ইলেকট্রনিক মেটেরিয়ালস নির্মাণ বিভাগ স্মার্টফোনের জন্য 20,000mAh ব্যাটারি পরীক্ষা করছে।

Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা

Photo Credit: Unsplash/Onur Binay

2025 saw the rise of smartphones equipped with massive battery

হাইলাইট
  • Samsung স্মার্টফোনের জন্য 20,000mAh ব্যাটারি পরীক্ষা করছে
  • সেই সিলিকন-কার্বন ব্যাটারিতে দু'টি ভিন্ন আকারের সেল রয়েছে
  • এটি টানা 27 ঘন্টা ব্যবহার করা যেতে পারে
বিজ্ঞাপন

2025 সালে বাজারে আসা প্রায় সমস্ত স্মার্টফোনে অন্তত একটা দিক থেকে বড় আপগ্রেড লক্ষ্য করা গিয়েছে। আর সেটা হল ব্যাটারি ডিপার্টমেন্ট। বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ মডেলে বেশি mAh ব্যাটারি ব্যবহার করেছে নির্মাতারা। 7,000mAh ব্যাটারি এক প্রকার মূলধারায় পরিণত হয়েছে। আবার চলতি মাসে OnePlus এবং Honor যথাক্রমে 9,000mAh ও 10,080mAh ব্যাটারি-যুক্ত ফোন বাজারে আনার ঘোষণা করেছে। সিলিকন-কার্বন প্রযুক্তির কারণে ছোট স্থানে বেশি ক্ষমতার ব্যাটারি রাখা সম্ভব হয়েছে। কিন্তু এত অগ্রগতি সত্ত্বেও যেন ভিন্ন মেরুতে অবস্থান করছে Samsung। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির বেশিরভাগ মডেল 5,000mAh ব্যাটারিতে আটকে। তবে এখন একটি নতুন রিপোর্টে আশা জাগানো দাবি করা হয়েছে। Samsung নাকি 20,000mAh ব্যাটারির ওপর পরীক্ষা শুরু করেছে।

Samsung পরীক্ষা করছে 20,000mAh ব্যাটারি

গিজমোচীনার রিপোর্ট অনুসারে, এক টেক ব্লগার দাবি করেছেন যে Samsung-এর ব্যাটারি এবং ইলেকট্রনিক মেটেরিয়ালস নির্মাণ বিভাগ স্মার্টফোনের জন্য অবিশ্বাস্য 20,000mAh ব্যাটারি পরীক্ষা করছে। বলা হচ্ছে যে ব্যাটারিটি সিলিকন-কার্বন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চাইনিজ সংস্থাগুলিও তাদের স্মার্টফোনে একই রসায়নের ব্যাটারি ব্যবহার করে।

রিপোর্ট বলছে, ডুয়াল সেল ডিজাইনের ব্যাটারিতে দু'টি ভিন্ন আকারের সেল রয়েছে। তার মধ্যে একটি সেলের ক্যাপাসিটি 12,000mAh। বেশি ক্ষমতা থাকলেও এটি মাত্র 6.3 মিলিমিটার পুরু। অন্য দিকে, দ্বিতীয় সেলটি আরও স্লিম (4 মিলিমিটার), তবে এতে 8,000mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। উভয় সেল মিলিয়ে ব্যাটারির মোট ক্ষমতা 20,000mAh-এ গিয়ে দাঁড়াচ্ছে, যা এক কথায় বললে নজিরবিহীন।

কাগজে-কলমে 20,000mAh ব্যাটারি টানা 27 ঘন্টা ব্যবহার করা যাবে বলে দাবি করা হচ্ছে। এটি বছরে প্রায় 960টি চার্জ সাইকেল পর্যন্ত টিকে থাকতে পারবে। কিন্তু সমস্যা আরেক জায়গায়। জানা গিয়েছে, ব্যাটারি টেস্ট করার সময় নাকি ফুলে উঠেছিল। অন্য সূত্রের দাবি, 8,000mAh সেলটি পরীক্ষার পর 3.2 মিলিমিটার ফুলে গিয়েছিল। অর্থাৎ ব্যাটারির নিরাপত্তার সামনে একটি বড় প্রশ্নচিহ্ন বসে গিয়েছে।

Samsung যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে সংস্থাটি যে প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চাইছে না, তা খবরটি সামনে আসতেই জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত Honor Win এবং Honor Win RT ডিসেম্বরের অন্তিম লগ্নে 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে লঞ্চ হয়েছে।

2025 সালে যে সমস্ত মূলধারার স্মার্টফোন বাজারে এসেছে, তার মধ্যে Honor Win সিরিজ সবচেয়ে বড় ব্যাটারি পেয়েছে। Honor Win মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে, যেখানে Honor Win RT চলে Snapdragon 8 Elite চিপসেটে। দু'টো প্রসেসরই ফ্ল্যাগশিপ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
  2. 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
  3. BSNL-এর মাস্টারস্ট্রোক, নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, পুরো ফ্রি-তে!
  4. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  5. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  6. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  7. Oppo Find X9s মার্চে বাজারে আসতে পারে, 200MP + 200MP ডুয়াল ক্যামেরায় কাঁপাবে বাজার
  8. OnePlus 16: অবশেষে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনতে পারে ওয়ানপ্লাস
  9. Oppo, Vivo-দের টেক্কা দিতে Xiaomi তিনটি দুর্ধর্ষ ফোন আনছে, লঞ্চ কবে, ফিচার্স কেমন জেনে নিন
  10. Realme 16 Pro ও Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ফাঁস হল, ভারতে আসছে 200MP ক্যামেরার সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »