হাঙরের আক্রমণের থেকে পাঁচ গুণ মারাত্মক সেলফি, কেন?

2011 সালের অক্টোবর মাস থেকে 2017 সালের নভেম্বর মাস পর্যন্ত বিশ্বব্যাপী সেলফি তুলতে গিয়ে 259 জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে হাঙর আক্রমণে 50 শতাংশ কম মানুষের মৃত্যু হয়েছে।

হাঙরের আক্রমণের থেকে পাঁচ গুণ মারাত্মক সেলফি, কেন?

Photo Credit: Carl De Souza/ AFP

বিজ্ঞাপন

বিগত কয়েক বছরে সেলফি তোলা এক নেশায় পরিনত হয়েছে। সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিশ্বব্যাপী হাঙরের আক্রমনে যত মানুষের মৃত্যু হয়েছে তার পাঁচ গুণ বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

প্রতি বছর সেলফি তুলতে গিয়ে আরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। সেলফি স্টিক এর আগমনের পরে আরও সহজে সেলফি তোলা যাচ্ছে। এর ফলেই সেলফি তোলার ঝোঁক বাড়ছে বিশ্ব জুড়ে।

2011 সালের অক্টোবর মাস থেকে 2017 সালের নভেম্বর মাস পর্যন্ত বিশ্বব্যাপী সেলফি তুলতে গিয়ে 259 জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে হাঙর আক্রমণে 50 শতাংশ কম মানুষের মৃত্যু হয়েছে।

সেলফি তুলতে মেয়েরা বেশি সাহসী হলেও ছেলেরাও কম যান না। বিশেষ করে তরুন প্রজন্মের ছেলেরা সেলফি তোলার সময় জলে ডুবে, গাড়ি দুর্ঘটনায়, পরে গিয়ে মারা গিয়েছেন।

ভারতের মোট জন সংখ্যা 130 কোটি। গোটা দেশে রয়েছে মোট 80 কোটি মোবাইল ফোন। এখনও পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ভারতে 159 জন মানুষের প্রাণ গিয়েছে। যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর অর্ধেক।

গোটা দেশের তরুন প্রজন্ম সেলফি তুলতে পাগল। একটু আলাদা সেলফি তোলার জন্য জীবনের পরোয়া করে না তারা, চলন্ত ট্রেন থেকে ঝুলে অথবা উঁচু বাড়ির ছাদের পাঁচিলে দাঁড়িয়ে, সেলফি তোলার জন্য যে কোন ঝরনের ঝুঁকি নিতে প্রস্তুত ভারতের তরুন প্রজন্ম।

এই কারনেই শুধুমাত্র মুম্বাই শহরে ইতিমধ্যেই 16 টি ‘নো সেলফি জোন' শুরু হয়ছে। ভারত ছাড়াও রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানেও একাধিক মানুষ এলফি তুলতে গিয়ে নিহত হয়েছেন।

রাশিয়ায় সেলফি তোলার সময় ব্রিজ থেকে ও উঁচু বাড়ি থেকে পরে মৃত্যু হয়েছে বেশ কিছু ম্নুষের। এমনকি ল্যান্ড মাইন হাতে নিয়ে সেলফি তুলতে গিয়েও মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সেলফি তুলতে গিয়ে সব থেকে বেশি মৃত্য হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে।

জানুয়ারি মাসে তাইওয়ানে 36 বছর বয়সী এক সেলব্রিটি পাহাড়ের চুড়ায় বিকিনি পরে সেলফি তুলতে গিয়ে খাদে পরে মারা গিয়েছেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 9,000mAh ব্যাটারির OnePlus Turbo 6 সিরিজ অবাক করা দামে আসছে, এত সস্তা ভাবতে পেরেছিলেন?
  2. অফার মিস করলে লস, নতুন বছরের আগে OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  3. 200MP ক্যামেরার Oppo Reno 15 Pro Mini-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস
  4. স্মার্টফোনের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে Realme, শীঘ্রই আসতে পারে 10,001mAh ব্যাটারির মোবাইল
  5. Samsung আনছে 6,000mAh ব্যাটারির বাজেট 5G ফোন, ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে
  6. বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে আসছে OnePlus Turbo 6 সিরিজ, লঞ্চের তারিখ ঘোষণা হল
  7. Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, BIS-এর ছাড়পত্র পেল পকেট DSLR স্মার্টফোন!
  8. Honor Win সিরিজ স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটিয়ে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  9. Xiaomi 17: ওপ্পো, ভিভো, রিয়েলমির পর শাওমির প্রিমিয়াম স্মার্টফোন দেশে আসছে, ফিচার্স দেখে নিন
  10. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »