ডুয়াল সিম Sony Xperia L4 -এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762 প্রসেসর, 3GB RAM ও 64GB স্টোরেজ।
Sony Xperia L4 -এর ভিতরে রয়েছে MediaTek MT6762 প্রসেসর, 3GB RAM ও 64GB স্টোরেজ
অবশেষে লঞ্চ হল Sony Xperia L4। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস মঞ্চ থেকে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে বছরের বৃহত্তম মোবাইল ইভেন্ট বাতিল হওয়ার পর বৃহস্পতিবার গোটা দুনিয়ার সামনে এল Sony Xperia L4। আপাতত নির্বাচিত দেশে এই ফোন বিক্রি শুরু করবে জাপানের কোম্পানিটি।
ডুয়াল সিম Sony Xperia L4 -এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762 প্রসেসর, 3GB RAM ও 64GB স্টোরেজ।
Sony Xperia L4 -এর পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Sony Xperia L4 -এ রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে রয়েছে 3,580mAh ব্যাটারি। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 178 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters