মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 জুলাই 2025 18:59 IST
হাইলাইট
  • Tecno Pova 5G সিরিজের দাম 14,999 টাকা থেকে শুরু
  • এই লাইনআপের দুই ফোনেই Dimensity 7300 Ultimate প্রসেসর আছে
  • ফোনগুলির Ella AI অ্যাসিস্ট্যান্ট ভারতীয় ভাষা বুঝতে পারে

Tecno Pova 5 সিরিজে ডেলটা লাইট ইন্টাফেস আছে

ভারতে Tecno Pova 7 5G এবং Pova 7 Pro 5G এর বিক্রি অবশেষে শুরু হয়ে গেল। এই গেমিং-ফোকাসড বাজেট স্মার্টফোনগুলি গত সপ্তাহে লঞ্চ হয়েছিল। দুটি ফোনই নিজেদের সেগমেন্টে সেরা ডিজাইন পেয়েছে বললে অত্যুক্তি করা হবে না। Nothing এর সিগনেচার গ্লিফ ইন্টারফেসের কায়দায় মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে ফোনগুলিতে, যা একশোরও বেশি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। কল বা নোটিফিকেশন এলে আলো জ্বলে ওঠে। Tecno Pova 7 5G এবং Pova 7 Pro 5G উভয়ই 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। ফোনগুলি ব্যাঙ্ক অফারের মাধ্যমে কম দামে কেনার সুযোগ রয়েছে।

Tecno Pova 7 5G সিরিজের স্পেসিফিকেশন, ফিচার্স

Tecno Pova 7 Pro 5G ফোনটি 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1224x2720 পিক্সেল) রেজোলিউশন, 4,500 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 2160 হার্টজ PWM ডিমিং সমর্থন করে। স্ট্যান্ডার্ড Tecno Pova 7 Pro 5G মডেলটির ডিসপ্লের আকার এক থাকলেও, AMOLED এর পরিবর্তে LTPS IPS প্যানেল ব্যবহার করা হয়েছে। এটিও 144hz রিফ্রেশ রেটের সাথে এসেছে, তবে পিক ব্রাইটনেস 900 নিট। এটি FHD (1,080x 2,460 পিক্সেল) রেজোলিউশন অফার করে।

বেস টেকনো পোভা 7 5G এর পিছনের অংশে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা ও লাইট সেন্সর রয়েছে। অন্যদিকে, টেকনো পোভা 7 প্রো 5G এর ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের Sony IMX682 সেন্সর ও একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিয়ো চ্যাট করার জন্য, দুই স্মার্টফোনের সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এছাড়া, দুটি ফোনই 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।

সমগ্র Tecno Pova 7 5G লাইনআপ MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। উভয় ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান। Pro ভেরিয়েন্টে 30W ওয়্যারলেস চার্জিং ফেসিলিটি আছে। Pova 5 সিরিজের আরেকটি ফিচার হল Ella AI অ্যাসিস্ট্যান্ট। এখন এতে দেশের বিভিন্ন স্থানীয় ভাষার সমর্থন যোগ করা হয়েছে।।

ভারতে Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G দাম

ভারতে Tecno Pova 7 5G এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 14,999 টাকা। আর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 15,999 টাকা। তবে বিশেষ অফারে ফোনটি আসল দামের থেকে অনেক কমে কেনা যাবে। বেস মডেলটি চেকআউট করার সময় ফ্লিপকার্ট আমাদের সমস্ত চার্জ ধরে 13,117 টাকা দেখিয়েছে। স্মার্টফোনটি ম্যাজিক সিলভার, ওয়াসিস গ্রীন, এবং গ্রীন ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ। 

অন্যদিকে, Tecno Pova 7 Pro 5G ফোনটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 18,999 টাকা ও 19,999 টাকা রাখা হয়েছে। তবে সময় ডিসকাউন্ট ধরে 17,117 টাকায় কেনা যাবে। এটি ডায়নামিক গ্রে, নিওন সায়ান, ও গ্রীক ব্ল্যাক কালারে এসেছে।

 
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1080x2460 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 13-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1224x2720 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
  2. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  3. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
  4. কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
  5. Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা
  6. Lenovo Yoga Tab Plus ভারতে 16GB র‍্যাম, 12 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
  8. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
  9. OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি
  10. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.