Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে এল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 সেপ্টেম্বর 2025 15:56 IST
হাইলাইট
  • Tecno Pova Slim 5G মাত্র 5.95 মিমি পাতলা
  • স্মার্টফোনটি IP64 জলরোধী রেটিং সহ লঞ্চ হয়েছে
  • Tecno Pova Slim 5G এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের

Tecno Pova Slim 5G মাত্র 5.95 মিমি স্লিম

Tecno Pova Slim 5G বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হল। টেকনো দাবি করেছে, এটি দুনিয়ার সবথেকে পাতলা 3D কার্ভড ডিসপ্লে স্মার্টফোন। মাত্র 5.95 মিমি স্লিম প্রোফাইল থাকা সত্ত্বেও, ফোনটি বড় ব্যাটারি অফার করে। 156 গ্রাম ওজনের এই হ্যান্ডসেটে ইউনিক স্টাইলের ক্যামের ডিজাইন রয়েছে যা সহজেই নজর কেড়ে নেয়। এটি কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে সজ্জিত যা বাংলা, হিন্দি সহ একাধিক ভাষা সাপোর্ট করে। Tecno Pova Slim 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ড্যুরাবিলিটি, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, IP64 জলরোধী রেটিং, Dolby স্পিকার, নেটওয়ার্ক ছাড়াই কলিং, ইত্যাদি।

ভারতে Tecno Pova Slim 5G এর দাম

Tecno Pova Slim 5G ভারতে 19,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। ফোনটি স্কাই ব্লু, স্লিম হোয়াইট, ও কুল ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। টেকনো জানিয়েছে, এটি সেপ্টেম্বর 8 থেকে ফ্লিপকার্ট, নির্বাচিত অফলাইন রিটেল স্টোর, ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে।

Tecno Pova Slim 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Tecno Pova Slim 5G এর সামনে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন সহ 6.77 ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 244 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 92.6 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করে। স্মার্টফোনটি 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 6400 চিপসেট দ্বারা চালিত ও 8 জিবি LPDDR4x র‍্যাম + 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে।

টেকনো পোভা স্লিম 5G এর ব্যাক প্যানেলের ডিজাইন নজর কাড়বে। ক্যামেরা মডিউলটি পিছনের অংশে উপরের দিকে অনুভূমিকভাবে সাজানো। পিল-আকৃতির ওই ক্যামেরা আইল্যান্ডের এক প্রান্তে একটি 50 মেগাপিক্সে প্রাইমারি ক্যামেরা ও অপর প্রান্তে একটি 2 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। মাঝখানে একটি LED ফ্ল্যাশলাইট রয়েছে। ক্যামেরার চারপাশে গোল এলইডি লাইট আছে। আবার একটি লম্বা এলইডি আলো দুই ক্যামেরাকে যুক্ত করছে।

টেকনোর নতুন ফোনে সেলফি ও ভিডিও কল করার জন্য 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে সংস্থার নিজস্ব Ella AI অ্যাসিস্ট্যান্ট আছে যা বাংলা, গুজরাতি, হিন্দি, তামিল, মারাঠি ভাষা সমর্থন করে। ডিভাইসটি AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট অফার করে, ফলে লেখালিখির ক্ষেত্রে সাহায্য পাওয়া যাবে। এটি গুগলের সার্কেল টু সার্চ ফিচার্স সহ এসেছে।

Tecno Pova Slim 5G কম সিগন্যাল বা পুরোপুরি নেটওয়ার্কহীন অঞ্চলেও কল করার সুবিধা দেবে। ডিভাইসটিতে 45W ফাস্ট চার্জিং সহ 5,160mAh ব্যাটারি আছে। ফাস্ট চার্জারে 0-50 ও 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 25 মিনিট ও 55 মিনিট সময় লাগবে। ফোনটি Android 15 নির্ভর HiOS 15 কাস্টম সফটওয়্যারে চলে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 5G হাই ব্যান্ডউইথ অপ্টিমাইজেশন, ডাইনামিক মুড লাইট, ইনফ্রারেড সেন্সর, ও KM9 TUV Rheinland হাই নেটওয়ার্ক পারফরম্যান্স সার্টিফিকেশন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14.6 ইঞ্চি ডিসপ্লে ও 11,600mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Tab S11 সিরিজ
  2. Samsung Galaxy S25 FE লঞ্চ হল, চমক ফিচার্সে, 7 বছর Android আপডেট মিলবে
  3. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে এল, দাম জেনে নিন
  4. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  5. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  6. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  7. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  8. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  9. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  10. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.