Tecno Pova Slim 5G দুনিয়ার সবথেকে পাতলা 3D কার্ভড ডিসপ্লে স্মার্টফোন। এটি মাত্র 5.95 মিমি স্লিম এবং ওজন 156 গ্রাম।
Tecno Pova Slim 5G মাত্র 5.95 মিমি স্লিম
Tecno Pova Slim 5G বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হল। টেকনো দাবি করেছে, এটি দুনিয়ার সবথেকে পাতলা 3D কার্ভড ডিসপ্লে স্মার্টফোন। মাত্র 5.95 মিমি স্লিম প্রোফাইল থাকা সত্ত্বেও, ফোনটি বড় ব্যাটারি অফার করে। 156 গ্রাম ওজনের এই হ্যান্ডসেটে ইউনিক স্টাইলের ক্যামের ডিজাইন রয়েছে যা সহজেই নজর কেড়ে নেয়। এটি কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে সজ্জিত যা বাংলা, হিন্দি সহ একাধিক ভাষা সাপোর্ট করে। Tecno Pova Slim 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ড্যুরাবিলিটি, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, IP64 জলরোধী রেটিং, Dolby স্পিকার, নেটওয়ার্ক ছাড়াই কলিং, ইত্যাদি।
Tecno Pova Slim 5G ভারতে 19,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। ফোনটি স্কাই ব্লু, স্লিম হোয়াইট, ও কুল ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। টেকনো জানিয়েছে, এটি সেপ্টেম্বর 8 থেকে ফ্লিপকার্ট, নির্বাচিত অফলাইন রিটেল স্টোর, ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে।
Tecno Pova Slim 5G এর সামনে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন সহ 6.77 ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 244 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 92.6 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করে। স্মার্টফোনটি 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 6400 চিপসেট দ্বারা চালিত ও 8 জিবি LPDDR4x র্যাম + 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে।
টেকনো পোভা স্লিম 5G এর ব্যাক প্যানেলের ডিজাইন নজর কাড়বে। ক্যামেরা মডিউলটি পিছনের অংশে উপরের দিকে অনুভূমিকভাবে সাজানো। পিল-আকৃতির ওই ক্যামেরা আইল্যান্ডের এক প্রান্তে একটি 50 মেগাপিক্সে প্রাইমারি ক্যামেরা ও অপর প্রান্তে একটি 2 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। মাঝখানে একটি LED ফ্ল্যাশলাইট রয়েছে। ক্যামেরার চারপাশে গোল এলইডি লাইট আছে। আবার একটি লম্বা এলইডি আলো দুই ক্যামেরাকে যুক্ত করছে।
টেকনোর নতুন ফোনে সেলফি ও ভিডিও কল করার জন্য 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে সংস্থার নিজস্ব Ella AI অ্যাসিস্ট্যান্ট আছে যা বাংলা, গুজরাতি, হিন্দি, তামিল, মারাঠি ভাষা সমর্থন করে। ডিভাইসটি AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট অফার করে, ফলে লেখালিখির ক্ষেত্রে সাহায্য পাওয়া যাবে। এটি গুগলের সার্কেল টু সার্চ ফিচার্স সহ এসেছে।
Tecno Pova Slim 5G কম সিগন্যাল বা পুরোপুরি নেটওয়ার্কহীন অঞ্চলেও কল করার সুবিধা দেবে। ডিভাইসটিতে 45W ফাস্ট চার্জিং সহ 5,160mAh ব্যাটারি আছে। ফাস্ট চার্জারে 0-50 ও 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 25 মিনিট ও 55 মিনিট সময় লাগবে। ফোনটি Android 15 নির্ভর HiOS 15 কাস্টম সফটওয়্যারে চলে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 5G হাই ব্যান্ডউইথ অপ্টিমাইজেশন, ডাইনামিক মুড লাইট, ইনফ্রারেড সেন্সর, ও KM9 TUV Rheinland হাই নেটওয়ার্ক পারফরম্যান্স সার্টিফিকেশন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন