Tecno Pova Slim 5G ফোনে কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট আছে, যা বাংলা, হিন্দি সহ একাধিক ভাষা সাপোর্ট করে।
Photo Credit: Tecno
Tecno Pova Slim 5G কার্ভড ডিসপ্লে দিয়ে সজ্জিত
Tecno Pova Slim 5G আগামী সপ্তাহে ভারতে আসছে। একে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন বলে দাবি করেছে টেকনো। ইউনিক স্টাইলের ক্যামেরা নয়া স্মার্টফোনটির ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে। একটি ই-কমার্স সাইটের লিস্টিং থেকে হ্যান্ডসেটটির ছবি ও বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে। Tecno Pova Slim 5G কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে সজ্জিত, যা বাংলা, হিন্দি সহ একাধিক ভাষা সাপোর্ট করে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে আসন্ন ফোনটি নেটওয়ার্ক ছাড়াই কলিং সম্ভব করেছে। এটি AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট ও গুগলের সার্কেল টু সার্চ ফিচার অফার করবে।
Tecno Pova Slim 5G ভারতে সেপ্টেম্বর 4 দুপুর 12 টায় লঞ্চ হবে। ফোনটির ডিজাইন প্রথমেই নজর কাড়বে। ক্যামেরা মডিউলটি ব্যাক প্যানেলের উপরের দিকে অনুভূমিকভাবে সাজানো। পিল-আকৃতির ওই ক্যামেরা আইল্যান্ডের দুই প্রান্তে একজোড়া ক্যামেরা সেন্সর ও মাঝখানে একটি LED ফ্ল্যাশলাইট রয়েছে। ক্যামেরার চারপাশে যেমন গোল এলইডি লাইট থাকবে, তেমনই সরলরেখা বরাবর একটি এলইডি আলো দুই ক্যামেরাকে পরস্পরের সঙ্গে যুক্ত করবে।
টেকনো পোভা স্লিম 5G মডেলে সংস্থার নিজস্ব Ella AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এটি বাংলা, হিন্দি, তামিল, মারাঠি, ও গুজরাতি ভাষা সমর্থন করে। আবার ডিভাইসটিতে AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে, যা লেখালিখির ক্ষেত্রে সাহায্য করবে। এটি সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য অফার করবে৷ এর মাধ্যমে কোনও অ্যাপ বন্ধ না করেই আপনি ফোনের স্ক্রিনে যা দেখছেন (যেমন ছবি, টেক্সট) সেই সম্পর্কে তথ্য খুঁজে পাবেন। আপনি যে বিষয় বা বস্তু সম্পর্কে জানতে চান, সেটিকে একটি বৃত্ত দিয়ে ঘিরে হাইলাইট করতে হবে। তাই ফিচারটির পোশাকি নাম সার্কেল টু সার্চ।
ফ্লিপকার্টের লিস্টিং-এ Tecno Pova Slim 5G সাদা রঙের বিকল্পে দেখানো হয়েছে। ফোনটির আরও কালার অপশন থাকবে কিনা জানা যায়নি। এতে প্রতিসম বেজেল সহ কার্ভড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য হোল পাঞ্চ কাটআউট উপস্থিত। হ্যান্ডসেটটি কম সিগন্যাল বা পুরোপুরি নেটওয়ার্কহীন অঞ্চলেও কল করার সুবিধা দেবে।
এছাড়াও, টেকনো তাদের আসন্ন ফোনে 5G++ সহ 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, VoWi-Fi ডুয়াল পাস, এবং 5G হাই ব্যান্ডউইথ অপ্টিমাইজেশন ফিচার্সের উপস্থিতি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, Nothing এর গ্লিফ ইন্টারফেসের কায়দায় মাল্টি-ফাংশনাল ডেল্টা লাইট ইন্টারফেস সহ Pova 7 5G ও Tecno Pova 7 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে জুলাইয়ে। দুই মডেলেই 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান। Pro মডেলে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসাবে 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন