শুরু হয়ে গেল ভিভো ফ্রিডাম কার্নিভ্যাল

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 9 অগাস্ট 2018 08:13 IST
হাইলাইট
  • আজ থেকে শুরু হয় তিন দিন চলবে কার্নিভ্যাল
  • মোবাইল কিনলে ছাড় পাবেন গ্রাহকরা
  • নো কস্ট ইএমআইইয়ের সুবিধাও পাওয়া যাবে

হবে স্পিন করুন  এবং জিতুন নামে একটি প্রতিযোগিতা।

শুরু হয়ে গেল ভিভো ফ্রিডাম কার্নিভ্যাল। স্বাধীনতা দিবসের আগে আজ থেকে শুরু হয় তিন দিন চলবে এই কার্নিভ্যাল। এই সময়ের মধ্যে সংস্থার ওয়েবসাইট থেকে মোবাইল কিনলে  বিরাট পরিমাণ ছাড় পাবেন গ্রাহকরা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইল কিনলে ইএমআইয়ের ওপর 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। কয়েকটি মোবাইলের সঙ্গে বিনা পয়সায় ব্লু টুথ ইয়ারফোনও পাবেন গ্রাহকরা। এর বাইরেও 12 হাজার টাকা পর্যন্ত দামের মোবাইল কিনলে নো কস্ট ইএমআইইয়ের সুবিধাও পাওয়া যাবে।                

ভিভো ভি9, ভিভো নেক্স ফ্ল্যাশের অফারগুলি হল-

ভিভো নেক্স এবং ভিভো ভি9-এর মতো স্মার্টফোন পাওয়া যাবে 1,947 টাকা থেকে। প্রতিদিন দুপুর 12 টা থেকে স্টক শেষ না হওয়া পর্যন্ত  কেনা যাবে মোবাইল। ভিভো নেক্স-এর দাম 44,990 টাকা  ভিভো ভি9-এর দাম  20,990 টাকা।  

 এই সেলের অঙ্গ হিসেবে ভিভোর XE100 ইয়ারফোন, ভিভো ইউএসবি কেবল , এবং  ভিভোর XE680 ইয়ারফোন মিলবে  72 টাকায়। এগুলিও মিলবে দুপুর 12টা থেকে।  

এছাড়া  Vivo Y66 –এর দাম 8,990। Vivo Y55s  বিক্রি হচ্ছে  8,490 টাকায়। আর Vivo Y69 কিনতে গেলে লাগবে 9,990 টাকা।

আগে থেকে সংস্থার ওয়েবসাইটে  নাম নথিভুক্ত করে রাখা গ্রাহকরা আলাদা করে 3 হাজার টাকা  পর্যন্ত ছাড় পেতে পারেন ।

এসবের বাইরে হবে স্পিন করুন  এবং জিতুন নামে একটি প্রতিযোগিতা। তাতে অংশ নিলে 500 থেকে 1 হাজার টাকার কুপন মিলবে। তাছাড়া মিলবে বুক মাই শোয়ের কুপনও।      

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনকেও টেক্কা! OnePlus আনছে দুর্ধর্ষ ট্যাব, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর
  2. 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea
  3. লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা
  4. Lava Blaze Dragon চীনা স্মার্টফোনদের ঘুম কাড়বে, দাম হতে পারে 10,000 টাকার কম
  5. Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে
  6. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  7. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  8. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  10. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.