Photo Credit: TENAA
শিঘ্রই লঞ্চ হবে Vivo Nex 3 আর Nex 3 5G। আপাতত চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগে এই দুই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হল। এই দুই ফোনের মধ্যে দ্বিতীয় ফোনে থাকছে 5G কানেক্টিভিটি।
চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে Vivo Nex 3 আর Nex 3 5G ফোনে থাকছে 6.89 FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে 8GB/12GB RAM থাকবে। ফোনের ভিতরে থাকবে 128GB/256GB/512GB স্টোরেজ।
Vivo Nex 3 ফোনের ভিতরেই থাকবে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে Adreno 640GPU। Nex 3 5G ফোনে থাকবে Snapdragon X50 চিপসেট। এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে।
এই দুই স্মার্টফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে দুটি 13 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Vivo Nex 3 5G ফোনে 4,410 mAh ব্যাটারি থাকবে। থাকছে ডুয়াল সিম সাপোর্ট, GPS, Bluetooth। এই ফোনের আয়তন 167.44x76.14x9.4 মিলিমিটার।
সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হবে Vivo Nex 3। যদিও এই ফোনের লঞ্চের দিন জানায়নি Vivo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন