2019 সালের অগাস্টে ভারতে লঞ্চ হয়েছিল Vivoi S1। এবার 1,000 টাকা সস্তা হল হল এই ফোন। এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।
4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 1,000 টাকা কমে হয়েছে 16,990 টাকা। আপাতত শুধুমাত্র 4GB RAM + 128GB স্টোরেজেই সস্তা হয়েছে এই ফোন। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 18,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 19,990 টাকা। স্কাইলাইন ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।
এবার আসছে Realme X3 SuperZoom; লঞ্চের আগেই ফাঁস হল ফিচার
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন