শীঘ্রই লঞ্চ হবে Realme X3 SuperZoom। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখান থেকেই নতুন ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
Realme X3 SuperZoom-এ থাকবে Snapdragon 855+ চিপসেট
শীঘ্রই লঞ্চ হবে Realme X3 SuperZoom। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখান থেকেই নতুন ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। রি ফোনে থাকবে Snapdragon 855+ চিপসেট। সঙ্গে থাকবে Bluetooth 5.1 কানেক্টিভিটি।
এছাড়াও সম্প্রতি সুধাংশু আমভোরে Realme X3 SuperZoom-এর একাধিক স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছেন। লঞ্চের আগেই বিভিন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন নির্ভুলভাবে জানিয়ে দেন এই ব্যক্তি। সুধাংশু জানিয়েছেন Realme X3 SuperZoom-এ 4,200 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জিং। তিনি আরও বলেন এই ফোনে Snapdragon 855+ চিপসেট থাকবে। 20,000 টাকার আশেপাশে এই ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার করবে Realme।
এছাড়াও সম্প্রতি চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Realme X3 SuperZoom-এর পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। নতুন ফোনে 6.57 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দিচ্ছে চিনের সংস্থাটি। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।লঞ্চের সময় এই ফোনে চলবে Android 10।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই ফোনে বিশেষ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। থাকতে পারে একটি পেরিস্কোপ ডিজাইন ক্যামেরা। যদিও নতুন ফোন সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hubble Data Reveals Previously Invisible ‘Gas Spur’ Spilling From Galaxy NGC 4388’s Core
Dhurandhar Reportedly Set for OTT Release: What You Need to Know About Aditya Dhar’s Spy Thriller
Follow My Voice Now Available on Prime Video: What You Need to Know About Ariana Godoy’s Novel Adaptation
Rare ‘Double’ Lightning Phenomena With Massive Red Rings Light Up the Alps