Vivo S50 Series is Expected to Succeed the Vivo S30 Series
Photo Credit: Vivo
Vivo X300 ও X300 Pro ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে। ফোনগুলো ভারতের বাজারেও আনার প্রস্তুতি নিচ্ছে চাইনিজ সংস্থাটি। তার আগে Vivo Y500 Pro নভেম্বর 10 চীনে লঞ্চ হচ্ছে। ভিভোর দাবি, এটি তার দামের রেঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ স্তরের 200 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। কিন্তু এখন হঠাৎই আসন্ন Vivo S50 সিরিজের একটি ফোন চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটের ডেটাবেসে দেখা গিয়েছে। ওই প্ল্যাটফর্মের লিস্টিং থেকে জানা গেছে, V2582A মডেল নম্বরযুক্ত ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং সমর্থন করবে। রিপোর্ট বলছে, এটি স্ট্যান্ডার্ড Vivo S50 মডেল হতে পারে।
বেস Vivo S50 মডেলে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল মিড-ফ্রেম ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের অংশে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। তবে ক্যামেরাগুলোর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
Vivo S50 সিরিজে আরও একটি মডেল আসবে যার নাম S50 Pro Mini। এটি কম্প্যাক্ট ফোন হবে। এতে 1.5K রেজোলিউশন সাপোর্ট সহ 6.31 ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন থাকবে। এটি আসন্ন Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত প্রথম ফোনগুলোর মধ্যে একটি হবে। এর ব্যাক ফেসিং ট্রিপল ক্যামেরা সেটআপে ফ্ল্যাগশিপ পর্যায়ের পেরিস্কোপ টেলিফটো লেন্স মিলবে। ব্যাটারি ক্যাপাসিটি 6,500mAh বা তার নিচে থাকতে পারে।
Vivo S50 এবং S50 Pro Mini উভয় ফোনই Android 16-নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে।জানিয়ে রাখি, Vivo S সিরিজের ফোন সাধারণত চীনের বাইরে V সিরিজের অধীনে লঞ্চ হয়ে থাকে। যেমন পূর্বসূরী Vivo V30 ভারতে রি-ব্র্যান্ডেড হয়ে Vivo V60 নামে রিলিজ হয়েছে। তবে S30 Pro Mini-এর-এর গ্লোবাল ভার্সন হল Vivo X200 FE।
প্রসঙ্গত Vivo X300 এবং Vivo X300 Pro যথাক্রমে V2514 ও V2515 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS-এর ছাড়পত্র পেয়েছে। তবে সংস্থা এখনও ভারতে ফোনগুলো লঞ্চের ব্যাপারে কিছু ঘোষণা করেনি। Vivo X300 সিরিজ গত মাসে গ্লোবালি লঞ্চ হয়েছে। দুই ফোনেই Zeiss-টিউনড ক্যামেরা সেটআপ, 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP68-স্তরের জল ও ধুলোরোধী রেটিং-এর মতো বৈশিষ্ট্য রয়েছে।
Vivo X300 Pro এর ক্যামেরা নিয়ে কোনও কথাই হবে না৷ এতে 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স আছে। এই ক্যামেরা সিস্টেমে প্রি-প্রসেসিং ও পোস্ট-প্রসেসিং-এর জন্য যথাক্রমে Vs1 এবং V3+ ইমেজিং চিপ দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.