Vivo S50 সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি থাকবে। ব্যাটারিটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
Vivo S50 মডেলটি 90W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটিতে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে মেটাল মিড-ফ্রেম ব্যবহার করা হবে। ফোনের পিছনে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।