Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত

Vivo S50 ও Vivo S50 Pro Mini উভয় মডেলে ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর দেওয়া হয়েছে।

Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত

Photo Credit: Vivo

Vivo S50 ও Vivo S50 Pro Mini উভয়ই 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে

হাইলাইট
  • Vivo S50 ও S50 Pro Mini একটি 50MP সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে
  • উভয় স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি আছে
  • Pro Mini ভ্যারিয়েন্টে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি রয়েছে
বিজ্ঞাপন

Vivo S50 সিরিজ আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এই সিরিজে Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজারে এসেছে। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর, 90W ফাস্ট চার্জিং প্রযুক্তি, 6,500mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও, Vivo S50 ও Vivo S50 Pro Mini-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে লেটেস্ট Android 16, ইনফ্রারেড ব্লাস্টার, NFC, 16 জিবি পর্যন্ত র‍্যাম, স্টেরিও স্পিকার, এবং IP68 + IP69 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা আছে। চলুন এই প্রতিবেদনে ফোনগুলির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo S50, Vivo S50 Pro Mini ক্যামেরা 

ভিভো এস50 ও ভিভো এস50 প্রো মিনি উভয়ের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। দুই ফোনের সেলফি ক্যামেরাও এক — 50 মেগাপিক্সেল (f/2.0)।

Vivo S50, Vivo S50 Pro Mini ডিসপ্লে

স্ট্যান্ডার্ড Vivo S50-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,750 x 1,260 পিক্সেল), 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। অন্য দিকে, S50 Pro Mini মডেলেও একই বৈশিষ্ট্যের LTPO ডিসপ্লে রয়েছে। তবে এর আকার 6.31 ইঞ্চি ও রেজোলিউশন 2,640 x 1,216 পিক্সেল। স্মার্টফোনগুলোর স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Vivo S50, Vivo S50 Pro Mini পারফরম্যান্স ও ব্যাটারি

পারফরম্যান্সের কথা বললে, স্ট্যান্ডার্ড Vivo S50 রান করে Snapdragon 8s Gen 3 প্রসেসরে যার পিক ক্লক স্পিড 3.01 গিগাহার্টজ। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ, ও Adreno 735 GPU-এর সঙ্গে যুক্ত। Vivo S50 Pro Mini মডেলে আরও লেটেস্ট ও অত্যাধুনিক Snpdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ, এবং Adreno 829 GPU-এর সঙ্গে যুক্ত।

S50 Pro Mini ফোনটিতে 6,500mAh ব্যাটারি আছে যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 49W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড S50 মডেলের 6,500mAh ব্যাটারি শুধুমাত্র 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। উভয় ফোনে Android 16 নির্ভর ColorOS 16 প্রি-ইনস্টল করা আছে।

Vivo S50, Vivo S50 Pro Mini দাম

চীনে Vivo S50-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 39,000 টাকা)। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 3,299 ইউয়ান (প্রায় 42,000 টাকা), 3,399 ইউয়ান (প্রায় 44,000 টাকা) ও 3,599 ইউয়ান (প্রায় 46,090 টাকা)। অন্য দিকে, Vivo S50 Pro Mini-এর দাম 3,699 ইউয়ান (প্রায় 48,000 টাকা) থেকে শুরু হয়ে 4,299 ইউয়ান পর্যন্ত (প্রায় 55,000 টাকা) গিয়েছে। ফোনগুলি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 10,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Lenovo Tab Plus, বিনামূল্যে মিলছে স্টাইলাস পেন
  2. Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত
  3. Oppo Reno 15c চমৎকার ফিচার্স নিয়ে হাজির, 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি রয়েছে
  4. Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
  5. পেন্সিলের থেকেও পাতলা ফোন Motorola Edge 70 ভারতে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার্স রয়েছে
  6. OnePlus 15R: ওয়ানপ্লাসের 7,400mAh ব্যাটারি-যুক্ত স্মার্টফোনের দাম ভারতে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল
  7. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  8. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  9. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  10. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »