Photo Credit: Flipkart
Vivo T4R 5G ফ্লিপকার্টে পাওয়া যাবে
Vivo T4R 5G জল্পনা সত্যি করে শীঘ্রই ভারতে আসতে চলেছে। গত সপ্তাহে ফোনটির কিছু স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়েছিল। আর এখন কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে লঞ্চের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। এটি ভিভোর প্রথম R ব্র্যান্ডেড স্মার্টফোন হবে। সংস্থা উত্তেজনা বাড়িয়ে ঘোষণা করেছে যে, Vivo T4R 5G ভারতের সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড ডিসপ্লের স্মার্টফোন হবে। একটি ব্যানার বিজ্ঞাপনে হ্যান্ডসেটটির স্লিম ডিজাইনের একঝলক দেখানো হয়েছে। এটি ফ্লিপকার্টের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। বর্তমানে Vivo T4 সিরিজে ফোনের সংখ্যা চারটি। অর্থাৎ আপকামিং ফোনটি পঞ্চম মডেল হতে চলেছে।।
সম্প্রতি, Vivo T4R 5G এর দাম অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটি 15,000 থেকে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। এটি ভিভোর পোর্টফোলিওতে T4x এবং T4 5G মডেলের মধ্যে জায়গা পেতে পারে, যাদের দাম ভারতে যথাক্রমে 13,999 টাকা এবং 21,999 টাকা থেকে শুরু হচ্ছে (বেস স্টোরেজ ভেরিয়েন্ট)।
ভিভো টি4আর 5G এর একটি অ্যাড ব্যানার ফ্লিপকার্টে আপলোড করা হয়েছে। এটি ভিভোর অন্যান্য স্মার্টফোনগুলির তো এই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কিনতে পারবেন। ফোনটিতে কার্ভড এজ (স্ক্রিনের প্রান্তগুলি সামান্য বাঁকানো) রয়েছে। ফলে দেখতে আকর্ষণীয় লাগবে। হ্যান্ডসেটটি বর্তমানে দেশে উপলব্ধ কোয়াড কার্ভড ডিসপ্লের (স্ক্রিনের চার ধারই বাঁকানো) ফোনগুলির মধ্যে সবচেয়ে পাতলা হবে। এই বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) কাউন্টারপয়েন্টের ডেটার ভিত্তিতে এমন দাবি করা হয়েছে। ডিভাইসটি 7.39 মিমি পুরু হবে।
Vivo T4R 5G ফোনটি MediaTek Dimensity 7400 চিপসেটে চলবে বলে জানা গিয়েছে। জল ও ধুলো থেকে রক্ষা করতে IP68 + IP69 বিল্ডের সাথে আসবে এটি। উল্লেখ্য, Vivo T4 5G ফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি 7,300mAh ক্যাপাসিটির পাওয়ারফুল ব্যাটারি পেয়েছে, যার সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। আর পিছনের অংশে ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ও একটি 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে।
অন্যদিকে, Vivo T4x ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর, 6,500mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সামনের দিকে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন