3 মার্চ লঞ্চ হতে পারে Vivo V19। লঞ্চের আগেই এই ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করল Vivo। ইন্দোনেশিয়ায় কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Vivo V19 -এর বিভিন্ন ফিচার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।
Photo Credit: Twitter/ Vivo Indonesia
3 মার্চ ভারতে লঞ্চ হতে পারে Vivo V19
3 মার্চ লঞ্চ হতে পারে Vivo V19। লঞ্চের আগেই এই ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করল Vivo। ইন্দোনেশিয়ায় কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Vivo V19 -এর বিভিন্ন ফিচার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। যদিও ভারতে এই ফোন সম্পর্কে এখনও উচ্চবাচ্য করেনি কোম্পানি। Vivo V19 -এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হয়েছে।
ইন্দোনেশিয়ায় কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানা গিয়েছে Vivo V19 -এ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই এলইডি ফ্ল্যাশ থাকছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। এই ফোনে হোল পাঞ্চ ডিসপ্লের নীচে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। কম আলোতে সেলফি তোলা জন্য Vivo V19 -এ থাকছে ‘সুপার নাইট সেলফি' মোড। 10 মার্চ ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হবে।
এবার মধ্যবিত্তের পকেটেও 5G স্মার্টফোন! এসে গেল Vivo Z6 5G
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Vivo V19 -এর সঙ্গেই ভারতে লঞ্চ হবে Vivo V19 Pro। 2020 সালের আইপিএল শুরুর আগেই ভারতে এই দুই ফোন লঞ্চ করবে Vivo। এই ফোনের অন্যান্য ফিচার এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 Tipped to Feature Newly-Launched Exynos 2600 SoC
Vivo V70 Seres, X200T, and X300FE India Launch Timeline and Prices Leaked Online