Vivo V60e-এর বডি IP68 এবং IP69 সার্টিফায়েড। এটি 1.5 মিটার পর্যন্ত গভীর জলে সর্বোচ্চ দুই ঘন্টা চালু থাকবে।
Photo Credit: Vivo
Vivo V60e অক্টোবর মাসে ভারতে আসছে
Vivo V60e অক্টোবর মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। সংস্থাটি তাদের V সিরিজের অধীনে একের পর এক স্মার্টফোন বাজারে আনছে। Vivo V60 আগস্টে ভারতে এসেছে। আবার গত সপ্তাহে MediaTek Dimensity 7360 প্রসেসর চালিত প্রথম ফোন হিসেবে Vivo V60 Lite 5G রিলিজ হয়েছে। ভারতে Vivo V60e লঞ্চ হওয়ার আগেই এর দাম ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। হ্যান্ডসেটটির মুখ্য আকর্ষণ হল 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা একটি 85 মিমি টেলিফটো লেন্সের সঙ্গে যুক্ত। এতে AI ফোর-সিজন পোট্রেট ও AI ফেস্টিভ পোট্রেট নামে দু'টি বিশেষ ক্যামেরা মোড থাকবে।
ফ্লিপকার্টের লিস্টিং থেকে ভিভো ভি60ই স্মার্টফোনের দাম এবং বৈশিষ্ট্যগুলি সামনে এসেছে। টিপস্টার পারস গুগলানির পোস্ট অনুসারে, ডিভাইসটির 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা রাখা হয়েছে। তবে অফার অর্ন্তভুক্ত করে 28,749 টাকায় কেনা যাবে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 36,999 টাকা এবং 38,999 টাকা হতে। অফার যোগ করার পর যথাক্রমে 30,749 টাকা ও 32,749 টাকায় পাওয়া যাবে। এটি এলিট পার্পল এবং নোবেল গোল্ড রঙের বিকল্পে ভারতে উপলব্ধ হবে৷
Vivo V60e-এর প্রধান আকর্ষণ হল এর ফটোগ্রাফি ফিচার্স। ফোনটির পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনটি কেমন ডিসপ্লের সঙ্গে আসতে পারে, তা জানা হয়নি, তবে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন থাকবে বলে শোনা যাচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 প্রসেসর ব্যবহার হবে।
ধুলো ও জল থেকে বাঁচাতে স্মার্টফোনটির বডি IP68 + IP69 সার্টিফায়েড করা হয়েছে। সংস্থার দাবি, এটি 1.5 মিটার পর্যন্ত গভীর জলে সর্বোচ্চ দুই ঘন্টা টিকে থাকবে। এছাড়াও, Vivo V60e ফোনে 6,500mAh ব্যাটারি ও 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo V50e মডেলে 5,600mAh ব্যাটারি আছে। অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসছে। এতে NFC ও ইনফফ্রারেড (IR) ব্লাস্টারের মতো বৈশিষ্ট্য মিলবে।
উল্লেখ্য, ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন Vivo X300 সিরিজ অক্টোবর 13 চীনে লঞ্চ হতে চলেছে। Vivo X300 ও X300 Pro উভয় মডেলেই Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা ও MediaTek Dimensity 9500 প্রসেসর থাকবে। দুই ফোনেই 92-ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং অটোফোকাস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। Pro ভেরিয়েন্টে 85 মিমি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery