সাশ্রয়ী মূল্যের সাথে বাজারে আসতে পারে Vivo T4X 5G হ্যান্ডসেটটি
Photo Credit: Vivo
Vivo T4x 5G is expected to succeed the Vivo T3x 5G (pictured)
Vivo T4X 5G ফোনটিকে ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করার জন্য টিজ করা হয়েছে। হ্যান্ডসেটটির দাম, স্পেসিফিকেশন, সম্ভাব্য লঞ্চের সময়সূচি সহ হ্যান্ডসেটটির কিছু বিবরণ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হওয়া তথ্য দেখে মনে করা হচ্ছে, ফোনটি ভারতের বাজারে মার্চ মাসে আসতে পারে। অন্যদিকে সম্প্রতি একটি অফিসিয়াল টিজারে দেখা গিয়েছে যে, ফোনটি দেশের বাজারে কিছু দিনের মধ্যেই লঞ্চ হতে পারে। এছাড়াও এটি আসন্ন মডেলটির সম্ভাব্য দাম এবং নিশ্চিত উপলব্ধতার বিবরণগুলির ইঙ্গিত দিয়েছে। Vivo T4X-টিকে একটি বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারীর সাথে টিজ করা হয়েছে।
একটি X পোস্টে (আগের টুইটার) কোম্পানি নিশ্চিত করেছে Vivo T4X 5G ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আসন্ন হ্যান্ডসেটটি একটি বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী পাবে বলে টিজ করা হয়েছে, যেটি এই সেগমেন্টে প্রথম। একটি ফুটনোট টিজার থেকে মনে করা হচ্ছে যে, ফোনটি সম্ভবত একটি 6,500mAh ব্যাটারী পাবে এবং এটির দাম 15,000 টাকার নিচে হবে, এবং দেশের বাজারে আগামী 20 ফেব্রুয়ারী উন্মোচিত হতে পারে।
Vivo T4X 5G-এর বিজ্ঞাপন পোস্টারটিতে প্রকাশ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি দেশের বাজারে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর, এবং অফলাইন খুচরো দোকানের মাধ্যমে কেনা যাবে।
ফ্লিপকার্ট মাইক্রোসাইটেও হ্যান্ডসেটটি লাইভ আছে। যাইহোক এটি হ্যান্ডসেটটি সম্মন্ধে অতিরিক্ত আর কোনো তথ্য প্রকাশ করেনি।
পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী, আলোচিত ফোনটি ভারতে প্রন্টো ভায়োলেট, মেরিন ব্লু রঙের বিকল্পের সাথে আসতে পারে। এটি সম্ভবত একটি ডায়নামিক লাইট ফিচার নিয়ে আসতে পারে, যেটি ভিন্ন ভিন্ন নোটিফিকেশনগুলিকে ইঙ্গিত করবে বলে দাবী করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে বলা ভালো, Vivo T3X 5G হ্যান্ডসেটটি 44W দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh ব্যাটারী আছে এবং এটি Snapdragon 6 Gen 1 Soc দ্বারা চালিত। এটি ক্রিমশন ব্লিস, সেলেস্টিয়াল গ্রীন এবং সাফায়াইর ব্লু রঙের বিকল্পে উপলব্ধ আছে। 4জিবি এবং 128 জিবি বিকল্পের সাথে ভারতে হ্যান্ডসেটটির দাম 12,499 টাকা এবং 6 জিবি ও 8 জিবি বিকল্পের দাম যথাক্রমে 13,999 টাকা এবং 14,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More