Vivo X200 Pro ফোনে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে
Vivo X300 সিরিজের আগমন ঘটতে পারে শীঘ্রই। গত বছর Vivo X200 সিরিজ ক্যামেরা এবং পারফরম্যান্সের নিরিখে নতুন বেঞ্চমার্ক তৈরি করেছিল। ফলে উত্তরসূরী মডেলগুলি নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। এখন একটি সূত্র ভিভোর আপকামিং ফ্ল্যাগশি ফোনগুলির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার্স ও লঞ্চের সময় ফাঁস করেছে। গত বছর Vivo X200 সিরিজের অধীনে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড, প্রো, ও প্রো মিনি মডেল এসেছিল। এই সিরিজে আলট্রা ভেরিয়েন্ট পরে যোগদান করে। ভারতের বাজারে কেবল বেস ও প্রো মডেল দু'টি ছেড়েছিল তারা। Vivo X300 সিরিজে Pro ও একটি স্ট্যান্ডার্ড মডেল থাকবে বলে জানা গিয়েছে। আর Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।
টিপস্টার স্মার্ট পিকাচুর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট অনুসারে, Vivo X300 ও Vivo X300 Pro অক্টোবর মাসের মধ্যে চীনে লঞ্চ হয় যেতে পারে। ফোন দু'টি MediaTek Dimensity 9500 প্রসেসর দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এগুলি বিদ্যমান Vivo X200 সিরিজের মতো Zeiss-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সঙ্গে বাজারে আসবে।
Vivo X300 মডেলটির একটি স্পেশাল ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে যা BeiDou স্যাটেলাইট মেসেজিং পরিষেবা সমর্থন করবে। এর অর্থ হল, নেটওয়ার্ক না থাকলেও সরাসরি উপগ্রহের মাধ্যমে বার্তা পাঠানোর সুবিধা মিলবে। তবে এটি শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এতে আরও ছোট ও কমপ্যাক্ট 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। উল্লেখ্য, Vivo X200 এবং X200 Pro যথাক্রমে 6.67 ইঞ্চি ও 6.78 ইঞ্চি স্ক্রিন অফার করে।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, Vivo X300 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। ফোনটিতে 50 মেগাপিক্সেল 1/1.3 ইঞ্চি Sony LYT-828 প্রাইমারি সেন্সর, একটি 200 মেগাপিক্সেল 1/1.4 ইঞ্চি পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। X300 সিরিজের ফোনগুলির সঙ্গে নতুন TWS ইয়ারফোন লঞ্চ করতে পারে ভিভো।
প্রসঙ্গত, গতকাল ভারতে Vivo T4 Pro এর সেল শুরু হয়েছে। এই মিড-রেঞ্জ স্মার্টফোনের বড় আকর্ষণ হল, 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেলের Sony টেলিফটো ক্যামেরা। এছাড়াও, ফোনটিতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, 90W ফাস্ট চার্জিং সহ 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি, 16,470 বর্গ মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, ও একঝাঁক AI ফিচার্স রয়েছে। প্রথম সেলে ক্রেতাদের 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.