Photo Credit: JD.com
1 জুন চিনে লঞ্চ হবে Vivo X50 ও Vivo X50 Pro। লঞ্চের আগেই এক ই-কমার্স ওয়েবসাইটে এই দুই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে সামনে এসেছে এই দুই ফোনের ছবি। Vivo X50 ও Vivo X50 Pro-তে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ। যদিও এই দুই ফোনে আলাদা ক্যামেরা দেখা গিয়েছে।
এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Vivo X50-তে Qualcomm Snapdragon অক্টা-কোর 1.8 GHz প্রসেসর থাকবে। Geekbench ওয়েভসাইটে এই প্রসেসর সিঙ্গে কোরে 615 ও মাল্টিকোরে 1909 স্কোর করেছে।
Vivo X50-তে একটি 6.56 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এই ফোন 90Hz Super AMOLED ডিসপ্লে দিয়েছে চিনের সংস্থাটি। ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট। ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর।
Vivo X50-তে 4,315 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে 33W ফাস্ট চার্জিং থাকছে। এই ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক ও হাই-ফাই অডিও চিপ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন