আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 জুলাই 2025 10:41 IST
হাইলাইট
  • Vivo Y400 5G মিড-রেঞ্জে ভারতে আসবে
  • ফোনটি আগস্টে দুটি কালার অপশনে লঞ্চ হবে
  • ভিভো এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Vivo Y400 Pro 5G জুন 20 ভারতে লঞ্চ হয়েছিল

Photo Credit: Vivo

Vivo Y400 5G আগস্ট মাসে ভারতে আসছে। সাম্প্রতিক সময়ে, প্রিমিয়াম থেকে শুরু করে বাজেট ও মিড-রেঞ্জে একের পর এক স্মার্টফোন বাজারে আনছে ভিভো। গত মাসে দেশে লঞ্চ হয়েছে Vivo Y400 Pro। এবার স্ট্যান্ডার্ড মডেলটি উন্মোচনের তোড়জোড় শুরু করেছে চাইনিজ সংস্থাটি। Vivo Y400 5G আগামী মাসে একজোড়া কালার অপশনে প্রকাশ হবে বলে জানা গিয়েছে। ফোনটির দাম এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এটি প্রো ভেরিয়েন্টের তুলনায় সস্তায় বিক্রি হবে এবং মিড-রেঞ্জ সেগমেন্টে প্রতিদ্বন্দিতা করবে। তবে স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি ভিভো।

ভারতে Vivo Y400 5G এর দাম

91Mobiles তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে, Vivo Y400 5G এর দাম ভারতে 20,000 টাকার মধ্যে থাকবে। স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, Vivo Y400 Pro 5G মডেলটির বেস ভেরিয়েন্টের ভারতে 24,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে।

অন্যদিকে, একই পরিমাণ র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা রাখা হয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে, প্রো মডেলের থেকে Y400 5G এর দাম অনেকটাই কম হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ফোনটি অলিভ গ্রিন এবং গ্ল্যাম হোয়াইট রঙে পাওয়া যাবে। বর্তমানে Y400 Pro 5G ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল রঙে কেনার জন্য উপলব্ধ।

Vivo Y400 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ওয়াই400 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী, এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ AMOLED ডিসপ্লের সাথে আসবে। হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা রাখা হতে পারে। নন-প্রো মডেল হওয়ার কারণে Y400 Pro 5G এর তুলনায় কিছুটা কম পারফরম্যান্স ও ফিচার্স পাওয়া যাবে। উল্লেখ্য, প্রো মডেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

এদিকে, Vivo T4R 5G দেশের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লের স্মার্টফোন হিসেবে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটি Vivo T4 সিরিজের পঞ্চম মডেল হবে৷ একটি ব্যানার বিজ্ঞাপনে ফোনটির পাতলা ডিজাইনের একঝলক দেখানো হয়েছে। ফোনটির দাম 15,000 থেকে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। কার্ভড এজ থাকার কারণে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। এটি ভারতে ভিভোর পোর্টফোলিওতে T4x এবং T4 5G মডেল দুটির মধ্যে অবস্থান করবে ও MediaTek Dimensity 7400 চিপসেটে চলবে। এতে জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্টোরেজ নিয়ে ভাবনা শেষ, ফোনেই ধরবে 60,000 ছবি, এন্ট্রি নিচ্ছে Honor X7c 5G
  2. স্বাধীনতা দিবস উপলক্ষে Flipkart আনল Independence Day Sale, ছাড় একাধিক জনপ্রিয় স্মার্টফোনে
  3. Vivo V60 ভারতে 16GB র‍্যাম, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. Redmi Note 15 Pro সিরিজ আসছে এই মাসেই, ডিজাইন এবং ফিচার্সে ঝড় তুলবে
  5. বাজার কাঁপাতে আসছে Realme GT 8 সিরিজ, থাকবে 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. ভারত-আমেরিকা সম্পর্কের টানাপোড়নের মাঝেই দিল্লিতে গাড়ির বিশাল শোরুম খুলল ইলন মাস্কের Tesla
  7. হাইপার ভিশন AI চিপের সঙ্গে Realme P4 সিরিজ 20 আগস্ট লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
  8. কামব্যাক করল HTC, কম দামে আনল 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার নতুন ফোন
  9. ঝড় তুলে হাজির Lava Blaze AMOLED 2, সস্তায় সবচেয়ে সুন্দর স্লিম স্মার্টফোন এটাই
  10. গরম থেকে মুক্তি! ভারতের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo সিরিজ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.