Vivo Y400 Pro 5G জুনের 20 তারিখে ভারতে আসছে। এই ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ও 5,500mAh ব্যাটারি থাকবে।
Photo Credit: Vivo
Vivo Y400 Pro 5G এর ব্যাক প্যানেলে সাদা মার্বেল প্যাটার্ন রয়েছে
Vivo Y400 Pro 5G নিয়ে অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটল। কোম্পানির Y সিরিজের আপকামিং স্মার্টফোনটি এই মাসেই ভারতে আসছে। ভিভো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ প্রকাশ করেছে। একইসাথে, ফোনটির ডিজাইনও সামনে আনা হয়েছে। Vivo Y400 Pro 5G মডেলটি 3D কার্ভড ডিসপ্লে সহ সেগমেন্টের সবচেয়ে পাতলা ফোন বলে দাবি করা হয়েছে। এটি 7.4 মিলিমিটার স্লিম হবে বলে শোনা যাচ্ছে, যদিও দামের রেঞ্জ এখনও জানা যায়নি। ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে এবং বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সমর্থিত বৈশিষ্ট্য অফার করবে বলে শোনা গিয়েছে।
Vivo Y400 Pro 5G ভারতে জুন 20 অফিসিয়ালি লঞ্চ হবে। কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে এমটাই ঘোষণা করেছে। ভিভো আরও জানিয়েছে যে এই স্মার্টফোন তার সেগমেন্টে সবচেয়ে পাতলা হবে এবং 3D কার্ভড ডিসপ্লে অফার করবে। তবে, ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু ইঙ্গিত দেওয়া হয়নি। এটি 25,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। একটি উল্লেখযোগ্য বিষয় হল, প্রোমোশনাল পোস্টারে Vivo Y400 এর পর 'সিরিজ' শব্দটি উল্লেখ আছে। অর্থাৎ Pro ভ্যারিয়েন্ট ছাড়াও আরও মডেল লঞ্চ হতে পারে।
প্রোমোশনাল পোস্টারে ভিভো ওয়াই400 5G এর ব্যাক প্যানেলে সামান্য উঁচু পিল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। এর ভিতরে দুটি ক্যামেরা রয়েছে৷ উপরের সেন্সরটি নিচের চেয়ে সামান্য বড়। এদের নিচে একটি LED ফ্ল্যাশ ইউনিট বর্তমান। ক্যামেরা আইল্যান্ডের কালার সিলভার হলেও, পিছনের প্যানেলের বাকি অংশে সাদা মার্বেল প্যাটার্ন লক্ষ্য করা যায়।
রিপোর্ট বলছে, Vivo Y400 Pro 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিট পিক ব্রাইটনেস সহ 6.77-ইঞ্চি ফুল-এইচডি+ 3D কার্ভড AMOLED স্ক্রিন থাকতে পারে। ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে একটি হবে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং অন্যটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
সামনের দিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে। ডিভাইসটি MediaTek Dimensity 7300 চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এটি 8GB RAM + 128GB স্টোরেজ ও 8GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। ফোনটিতে 90W চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
ফোনটিতে AI নোট অ্যাসিস্ট, AI স্ক্রিন ট্রান্সলেশন, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI সুপারলিংক এবং সার্কেল টু সার্চ উইথ গুগলের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য থাকবে। নিরাপত্তার জন্য, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গিয়েছে। এটি গোল্ড, নেবুলা পার্পল এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development