দাম কমলো Vivo Y81 এর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 সেপ্টেম্বর 2018 16:32 IST
হাইলাইট
  • Y81 ফোনের দাম 1009 টাকা কমালো Vivo
  • অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y81
  • মাত্র 11,990 টাকায় কেনা যাবে এই ফোন

মাত্র 11,990 টাকায় কেনা যাবে Vivo Y81

পাকাপাকি ভাবে Y81 ফোনের দাম কমালো Vivo। এবার মাত্র 11,990 টাকায় কেনা যাবে এই ফোন। অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y81। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 12,999 টাকা। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ, 3260 mAh ব্যাটারি আর ফেস আনলক ফিচার। এই দামে Asus ZenFone Max Pro M1 ফোনের সাথে প্রতিযোগিতা আরও কড়া হবে এই ফোনের।

Vivo-র তরফ থেকে Gadgets360 কে এই দাম কমানোর কথা জানানো হয়েছে। প্রথম এই দাম কমানোর কথা সামনে নিয়ে আসে মুম্বাইয়ের মহেস টেলিকম। অফলাইন ছাড়াও Flipkart, Amazon ও কোম্পানির অনলাইন স্টর থেকে কেনা যাবে Vivo Y81। দুটি আলাদা কালার ভভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। যদিও ইকমার্স ওয়াবসাইটে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে Vivo Y81।

Vivo Y81 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y81 এ রয়েছে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট। এর সাথেই রয়েছে  IMG GE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।

Vivo Y81 এ রয়েছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Vivo Y81 তে থাকছে একটি 3260 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Vivo Y81 তে আছে 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 (2.4GHz), GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
  2. রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
  3. Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
  4. Redmi 15 5G বাজার কাঁপিয়ে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম শুনলে কিনতে ছুটবেন
  5. মাত্র 399 টাকায় ChatGPT GO আনল OpenAI, সবচেয়ে সস্তায় 10 গুণ বেশি সুবিধা
  6. Realme P4 5G এর দাম লঞ্চের এক দিন আগেই ঘোষণা হল, বাজেটে সেরা ফোন?
  7. সহজে ভাঙবে বা খারাপ হবে না এমন ফোন আনছে Vivo, লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি
  8. Samsung Galaxy A17 5G এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, মিলবে 50MP ক্যামেরা
  9. 7000mAh ব্যাটারির সঙ্গে Redmi Note 15 Pro সিরিজ 21 আগস্ট লঞ্চ হচ্ছে, ডিজাইন, ফিচার্স প্রকাশ হল
  10. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ঠান্ডা ফ্যান যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন Oppo K13 Turbo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.