ফুল স্ক্রিন ডিসপ্লে, ফেস আনলক সহ লঞ্চ হল Vivo Y81

ভিয়েতনামে Vivo Y81 নামের এই স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। ইতিমধ্যেই সেই দেশে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে।

ফুল স্ক্রিন ডিসপ্লে, ফেস আনলক সহ লঞ্চ হল Vivo Y81
হাইলাইট
  • ভিয়েতনামে Vivo Y81স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে Vivo
  • এই ফোনের দাম 4,990,000 ভিয়েতনামিজ ডং (প্রায় 14,900 টাকা)
  • ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট
বিজ্ঞাপন

 

নতুন একটি স্মার্টফোন লঞ্চ করল Vivo। ভিয়েতনামে Vivo Y81 নামের এই স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। ইতিমধ্যেই সেই দেশে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। Vivo Y83 এর মতোই নতুন Vivo Y81এও একই ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ফোনের সামনে ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। Vivo Y81 এর প্রধান আকর্ষন ফোনের 19:9 ডিসপ্লে, ফেস ডিটেকশান আর 3260 mAh ব্যাটারি।

ভিয়েতনামে শুধুমাত্র FPTShop এই Vivo Y81 কিনতে পাওয়া যাচ্ছে। সেই দেশে এই ফোনের দাম 4,990,000 ভিয়েতনামিজ ডং (প্রায় 14,900 টাকা)। এই ওয়েবসাইটে জানানো হয়েছে বিনামূল্যে সারা দেশে 60 মিনিটের মধ্যে এই ফোন ডেলিভারী করা হবে। এর সাথেই 12 মাসের ওয়্যারিন্টি দেবে এই শপিং পোর্টাল। ইতিমধ্যেই ইউরোপ, মালয়েশিয়া, ও থাইল্যান্ডের সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।

Vivo Y81 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y81 এ রয়েছে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট। এর সাথেই রয়েছে  IMG GE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।

Vivo Y81 এ রয়েছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Vivo Y81 তে থাকছে একটি 3260 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Vivo Y81 তে আছে 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 (2.4GHz), GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে, চাপ বাড়বে Realme, Oppo-দের
  2. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  3. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
  4. Nano Banana Pro: মানুষের হাতের লেখা হুবহু নকল করছে Google-এর নতুন AI
  5. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  6. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
  7. Realme 16 Pro আসছে 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে, 7,000mah ব্যাটারিও থাকবে
  8. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, কবে লঞ্চ, কেমন ফিচার্স, দেখুন
  9. Realme C85 5G নভেম্বর 28 ভারতে লঞ্চ হচ্ছে, 1 শতাংশ চার্জেও 9 ঘন্টা চালু থাকবে!
  10. Moto G57 Power ভারতে সস্তায় লঞ্চ হল, 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ শক্তিশালী ফিচার্স রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »