ভিয়েতনামে Vivo Y81 নামের এই স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। ইতিমধ্যেই সেই দেশে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে।
নতুন একটি স্মার্টফোন লঞ্চ করল Vivo। ভিয়েতনামে Vivo Y81 নামের এই স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। ইতিমধ্যেই সেই দেশে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। Vivo Y83 এর মতোই নতুন Vivo Y81এও একই ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ফোনের সামনে ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। Vivo Y81 এর প্রধান আকর্ষন ফোনের 19:9 ডিসপ্লে, ফেস ডিটেকশান আর 3260 mAh ব্যাটারি।
ভিয়েতনামে শুধুমাত্র FPTShop এই Vivo Y81 কিনতে পাওয়া যাচ্ছে। সেই দেশে এই ফোনের দাম 4,990,000 ভিয়েতনামিজ ডং (প্রায় 14,900 টাকা)। এই ওয়েবসাইটে জানানো হয়েছে বিনামূল্যে সারা দেশে 60 মিনিটের মধ্যে এই ফোন ডেলিভারী করা হবে। এর সাথেই 12 মাসের ওয়্যারিন্টি দেবে এই শপিং পোর্টাল। ইতিমধ্যেই ইউরোপ, মালয়েশিয়া, ও থাইল্যান্ডের সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।
ডুয়াল সিম Vivo Y81 এ রয়েছে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট। এর সাথেই রয়েছে IMG GE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
Vivo Y81 এ রয়েছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Vivo Y81 তে থাকছে একটি 3260 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Vivo Y81 তে আছে 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 (2.4GHz), GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale