এই বছর অগাস্টে বাজারে এসেছিল Vivo Y83 Pro। লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম ছিল 15,990 টাকা। নভেম্বরে Y83 Pro ফোনের দাম 1,000 টাকা কমিয়েছিল Vivo। দ্বিতীয়বার 1,000 টাকা দাম কমে ভারতে Vivo Y83 Pro কিনতে 13,990 টাকা খরচ হবে। Vivo Y83 ফোনে একটি রিয়ার ক্যামেরা থাকলেও Vivo Y83 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে 6.22 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেডিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে একাধিক বিউটিফিকেশান মোড।
আরও পড়ুন: 'ডিসপ্লে নচ' কে বিদায় জানিয়ে দুটি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল এই স্মার্টফোন
1,000 টাকা দাম কমে ভারতে 13,990 টাকায় Vivo Y83 Pro পাওয়া যাচ্ছে। ইমেলের মাধ্যমে Gadgets360 কে দাম কমার কথা জানিয়েছে Vivo। অগাস্টে বাজারে এসেছিল Vivo Y83 Pro। লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম ছিল 15,990 টাকা। নভেম্বরে Y83 Pro ফোনের দাম 1,000 টাকা কমিয়েছিল Vivo। দ্বিতীয়বার 1,000 টাকা দাম কমে ভারতে Vivo Y83 Pro কিনতে 13,990 টাকা খরচ হবে। দাম কমলেও অনলাইনে Vivo অনলাইন স্টোর, Flipkart ও Amazon এ এখনও পুরনো দামে বিক্রি হচ্ছে Vivo Y83 Pro।
আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Vivo V11 Pro
ডুয়াল সিম Vivo Y83 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব FuntouchOS 4.0। Vivo Y83 Pro তে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 অক্টা-কোর প্রসেসার, 4GB RAM আর 64GB স্টোরেজ। মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Vivo Y93s
Vivo Y83 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার রয়েছে। সাথে রয়েছে একট 2MP সেকেন্ডারি ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Vivo Y83 Pro ফোনের সামনে থাকছে 8MP ক্যামেরা। Y83 Pro ফোনের ভিতরে একটি 3,260 mAh ব্যাটারি ব্যবহার করেছে Vivo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন