লঞ্চ হল Vivo Y93s। সম্প্রতি চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। Vivo Y93 এর মতো দেখতে হলেও Vivo Y93s এ থাকছে বেশি স্টোরেজ। Vivo Y93s ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 128GB স্টোরেজ। Vivo Y93 ফোনে ছিল Qualcomm Snapdragon 439 চিপসেট আর 64GB স্টোরেজ। দুটি ফোনেই রয়েছে 6.2 ইঞ্চি ডিসপ্লে, ওয়াটারড্রপ নচ আর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
আরও পড়ুন: সস্তা হল Oppo A3s
চিনে Vivo Y93s ফোনের দাম 1,698 ইউয়ান (প্রায় 17,700 টাকা)। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। Vivo Y93s ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাই নচ।
আরও পড়ুন: ছোট্ট নচ, 4000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Huawei Enjoy 9
আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Vivo V11 Pro
Vivo Y93s স্পেসিফিকেশান
ডুয়াল সিম Vivo Y93s এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93s এ রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y93s এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93s এ রয়েছে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y93s এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93s এ রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন