লঞ্চ হল Vivo Nex Dual Screen। চিনে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। Vivo Nex সিরিজের লেটেস্ট স্মার্টফোনে রয়েছে দুটি AMOLED ডিসপ্লে। এই ফোন থেকে বাদ গিয়েছে ফ্রন্ট ক্যামেরা। পরিবর্তে ফোনের সামনে যোগ হয়েছে সম্পোর্ণ বেজেল লেস ডিসপ্লে। Vivo Nex Dual Screen ফোনের পিছনের ডিসপ্লে অন করে রিয়ার ক্যামেরা ব্যবহার করেই সেলফি তোলা যাবে। Vivo Nex Dual Screen এর ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 10GB RAM আর 22.5W ফাস্ট চার্জিং।
আরও পড়ুন: বুধবার কখন, কোথায় পাওয়া যাবে Redmi Note 6 Pro?
চিনে Vivo Nex Dual Screen এর দাম 4,998 ইউয়ান (প্রায় 52,300 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে শুরু হয়েছে প্রি-অর্ডার। আগামী 29 ডিসেম্বর বিক্রি শুরু হবে Vivo Nex Dual Screen।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
ডুয়াল সিম Vivo Nex Dual Screen ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Funtouch 4.5 স্কিন। এই ফোনে থাকছে দুটি AMOLED ডিসপ্লে। Vivo Nex Dual Screen ফোনের সামনে থাকছে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের পিছনে থাকছে একটি 5.49 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। Vivo Nex Dual Screen ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 10GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Nex Dual Screen ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। 12MP প্রাইমারি সেন্সারে থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সাথে থাকছে সেকেন্ডারি ২ মেগাপিক্সেল নাইট ভিশান সেন্সার। আর থাকছে একটি থ্রিডি সেন্সার। এই ফোনের সামনে কোন ক্যামেরা ব্যবহার করেনি Vivo। ফোনের সামনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
কানেক্টিভিটির জন্য Vivo Nex Dual Screen এ থাকছে 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth, GPS, GLONASS, a USB Type-C (v2.0) পোর্ট, আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo Nex Dual Screen ফোনে 3,500 mAh ব্যাটারির সাথেই 22.5W ফাস্ট চার্জিং ব্যবহার করেছে Vivo।
আরও পড়ুন: HDR ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Nokia 8.1
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন