নভেম্বরে ভারতে এসেছিল Redmi Note 6 Pro। ইতিমধ্যেই বেশি কয়েকটি ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে এই স্মার্টফোন। প্রত্যেক সেলেই নিমেশে শেষ হয়েছে ভারতে নতুন মিডরেঞ্জ কিং। তাই ইচ্ছা থাকলেও অনেকেই এই ফোন কিনতে পারেননি। এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল Redmi Note 6 Pro। বুধবার থেকে ওপেন সেলে যখন খুশি কেনা যাবে Redmi Note সিরিজের লেটেস্ট স্মার্টফোনটি। বুধবার দুপুর 12 টায় ওপেন সেলে বিক্রি শুরু হবে Redmi Note 6 Pro। শুধুমাত্র Flipkart, Mi.com থেকে এই স্মার্টফোন পাওয়া যাবে।
আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ
আরও পড়ুন: Redmi Note 6 Pro ফটো গ্যালারি
Redmi Note 5 Pro ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ভারতে 4GB ও 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। বুধবার দুপুর 12 টায় ওপেন সেলে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।
আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi
Redmi Note 6 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 6 Pro তে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন