ভারতে Nokia 8.1 এর দাম 26,999 টাকা। 4GB RAM / 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। দুটি ডুয়াল টোন ফিনিশে ভারতে এসেছে Nokia 8.1। 25 ডিসেম্বর ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু করবে HMD Global।
ভারতে Nokia 8.1 এর দাম 26,999 টাকা
ভারতে এল Nokia 8.1 । সোমবার মুম্বাইতে এক ইভেন্টে ভারতে Nokia 8.1 ফোনটি নিয়ে এসেছে HMD Global । অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7। ডিসেম্বরে নাম বদলে বিশ্ব বাজারে হাজির হয়েছিল এই স্মার্টফোন। সোমবার ভারতে পৌঁছাল Nokia 8.1। Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s
ভারতে Nokia 8.1 এর দাম 26,999 টাকা। 4GB RAM / 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। দুটি ডুয়াল টোন ফিনিশে ভারতে এসেছে Nokia 8.1। 25 ডিসেম্বর ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু করবে HMD Global। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-বুকিং। অনলাইনে Nokia.com/phones থেকে এই ফোন প্রি-বুক করা যাবে। এছাড়াও Amazon.in ও বিভিন্ন অফলাইন রিটেল চেন থেকে পাওয়া যাবে Nokia 8.1।
লঞ্চ অফারে Airtel প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা পাবেন আকর্ষনীয় সুযোগ। প্রি- বুক করলে পাওয়া যাবে 6 মাস বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুযোগ। অফলাইনে এই ফোন কিনলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়।
আরও পড়ুন: ভারতে বিক্রি শুরু হল Nokia 7.1: দাম ও লঞ্চ অফার
ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?
![]()
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video
Bridgerton Season 4 OTT Release Date: When and Where to Watch it Online?