ভারতে Nokia 7.1 এর দাম 19,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুক্রবার থেকে ভারতে Nokia 7.1 বিক্রি শুরু হয়েছে। শুধুমাত্র Nokia ওয়েবসাইট থেকে ক্লেনা যাবে এই স্মার্টফোন।
ভারতে Nokia 7.1 এর দাম 19,999 টাকা
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 7.1। অক্টোবরে লন্ডনে প্রথম এই মোবাইল সামনে এসেছিল। Nokia 7.1 ফোনে রয়েছে 19:9 পিওরভিউ ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট, ফাস্ট চার্জিং, 6000 সিরিজ অ্যালুমিনিয়াম বিল্ড। শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে। এছাড়াও এই ফোনে নিয়মিত Android এর সুরক্ষা প্যাচ পৌঁছাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: HDR ডিসপ্লে, Android Pie সহ লঞ্চ হল Nokia 8.1
ভারতে Nokia 7.1 এর দাম 19,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুক্রবার থেকে ভারতে Nokia 7.1 বিক্রি শুরু হয়েছে। শুধুমাত্র Nokia ওয়েবসাইট থেকে ক্লেনা যাবে এই স্মার্টফোন। লঞ্চ অফারে Airtel ও HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষনীয় অফার।
Airtel প্রিপেড গ্রাহকরা 199 তাকা বা তার বেশি রিচার্জে 1TB 4G ডাটা বিনামূল্যে পাবেন। 499 টাকার বেশি প্ল্যানে পোস্টপেড গ্রাহকদের 120GB ডাটা আর তিন মাস Netflix ও এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান বিনামূল্যে দেবে Airtel।
HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও পাবেন নো কস্ট ইএমআই এর সুবিধা।
আরও পড়ুন: বিমার মাধ্যমে সুরক্ষিত রাখুন আপনার Nokia স্মার্টফোন
ডুয়াল সিম Nokia 7.1 এ রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 7.1 এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার। ফোনের সামনে থাকছে 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 7.1 এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 3060 mAh ব্যাটারি। Nokia 7.1 এর ওজন 159 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Battlefield Redsec, Battlefield 6's Free Battle Royale Mode, Goes Live Along With Season 1
TRAI and DoT Approve Implementation of Feature to Display Caller Names During Incoming Calls