Vivo Y91 ফোনের সাথে Y91i ফোনের হার্ডওয়্যারে বিশেষ তফাৎ নেই। সম্প্রতি 1,000 টাকা সস্তা হয়েছে Vivo Y91। এর ঠিক পরেই ভারতে আসছে Vivo Y91i।
Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে
ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনের স্মার্টফোন ব্র্যান্ড Vivo। নতুন Vivo Y91i ফোনে থাকছে ছোট নচ আর গ্রেডিয়েন্ট ব্যাক। ইতিমধ্যেই থাইল্যান্ড ও মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Vivo Y91 ফোনের সাথে Y91i ফোনের হার্ডওয়্যারে বিশেষ তফাৎ নেই। সম্প্রতি 1,000 টাকা সস্তা হয়েছে Vivo Y91। এর ঠিক পরেই ভারতে আসছে Vivo Y91i।
ভারতে Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে। এই দামে Y91i ফোনের 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 32GB স্টোরেজে Y91i কিনতে 8,490 টাকা খরচ হবে। তবে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।
Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y91i ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y91i ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Follow My Voice Now Available on Prime Video: What You Need to Know About Ariana Godoy’s Novel Adaptation
Rare ‘Double’ Lightning Phenomena With Massive Red Rings Light Up the Alps
Land of Sin Now Streaming on Netflix: All You Need to Know About This Gripping Nordic Noir